নিজস্ব সংবাদদাতা,বারুইপুর,২ রা জুলাই : ছিনতাই এর অভিযোগের এক সপ্তাহের মধ্যে মুল দুই দুষ্কৃতী কে গ্রেফতার করল বকুলতলা থানার পুলিশ । উদ্ধার কিছু টাকাও। আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে।
গত ২৫ শে জুন বারুইপুর থানার শাসন এলাকার ঔষধ ব্যবসায়ী আবদুল কালাম বৈদ্য একটি অটোরিকশা রিজার্ভ করে ওষুধ নিয়ে জয়নগর হয়ে জামতলা র দিকে যাচ্ছিলেন। সন্ধ্যার সময় অটো টি যখন তুলসীঘাটা মোড়ে পৌঁছায় , সেই সময় একটি মোটর বাইকে চেপে তিন দুষ্কৃতী ওই ব্যবসায়ীর পথ আটকে দাঁড়ায়। অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৯৬ হাজার টাকা ছিনতাই করে পালায় তিন দুষ্কৃতী । সাথে সাথে ওই ব্যবসায়ী বকুলতলা থানায় অভিযোগ দায়ের করেন। ব্যবসায়ীর কথায় গুরুত্ব দিয়ে তল্লাশি শুরু করে বকুলতলা থানার পুলিশ। গত কয়েকদিন ধরে জয়নগর থেকে জামতলা যাওয়ার রাস্তায় তুলসীঘাটার মোড়, বুড়োর ঘাট সহ বিভিন্ন এলাকায় নজরদারি বাড়াতে থাকে পুলিশ। ব্যবসায়ীর দেওয়া বিবরণ অনুযায়ী দুই যুবককে গতকাল রাতে বকুলতলা থানা র বুড়োর ঘাট এবং ময়দা থেকে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের নাম শাহাজাদ লস্কর ও ইব্রাহিম গাজি। দুজনেই জয়নগর থানার হাসান পুরের বাসিন্দা বলে জানতে পারে পুলিশ। পুলিশি জেরার তারা স্বীকার করে সেদিনের ছিনতাইয়ের ঘটনায় তারা দুজনেই ছিল এবং তাদের সাথে অপর এক সঙ্গী ছিল। ধৃতদের কাছ থেকে চার হাজার পাঁচ শত টাকা উদ্ধার করে পুলিশ । তাদের পলাতক সঙ্গীকে খুঁজছে বকুলতলা থানার পুলিশ। আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হবে।পুলিশ।
ছিনতাই-এর অভিযোগে এক সপ্তাহের মধ্যে মুল দুই দুষ্কৃতী গ্রেফতার
ছিনতাই-এর অভিযোগে এক সপ্তাহের মধ্যে মুল দুই দুষ্কৃতী গ্রেফতার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram