ছিনতাই বাজদের হাতে গুলি বিদ্ধ এক বাইক আরোহী

ছিনতাই বাজদের হাতে গুলি বিদ্ধ এক বাইক আরোহী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১৮ নভেম্বর, কাকিনাড়া ভাটপাড়া থানার কুতবপুর এলাকায় ছিনতাই বাজদের হাতে গুলি বিদ্ধ বাইক চালক।গুলি বিদ্ধ বাইক চালকের নাম বিভুতি ঘোষ, বয়স ৪৮ বছর।আশংকাজনক অবস্থায় তাকে ভত্তি’ করা হয়েছে কল্যানি জে.এন.এম. হাসপাতালে।

নিত্যদিনের মতোই তিনি এদিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ ছিনতাই বাজরা তাঁর থেকে মোবাইল ফোন ও টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।এরপরে নতুন মটর বাইক ছিনিয়ে নিতে গেলে বাধা দেয় বিভুতি বাবু।তারপরই দুস্কৃতিরা গুলি চালায় তার পেটে।বিভুতি বাবুর উপর পরপর দুটি গুলি চালায় তারা।তবে শুধুই ছিনতাইয়ের উদ্দেশ্যে গুলি নাকি পেছনে অন্য কোন শত্রুতা রয়েছে, সমস্ত বিষয়ে তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top