রাজ্য – স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে-কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। পরিবেশের পরিবর্তন ও দৈনন্দিন জীবনের সঙ্গে তার সম্পর্ক আরও স্পষ্টভাবে বোঝাতে এই উদ্যোগ কার্যকর হতে পারে বলে মনে করছে কমিশন।
ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (WBCPCR)-এর তরফে ইতিমধ্যেই এই প্রস্তাব সিলেবাস কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ছাত্রছাত্রীদের বসবাসের ভৌগোলিক অঞ্চল এবং স্থানীয় জলবায়ুর বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ সংক্রান্ত প্রকল্প নির্ধারণ করা যেতে পারে।
কমিশনের মতে, ছুটির সময় এই ধরনের প্রকল্প চালু হলে পড়ুয়ারা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির উপর মানুষের প্রভাব সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। এতে পড়াশোনার সঙ্গে বাস্তব জীবনের যোগসূত্র আরও মজবুত হবে।
প্রস্তাবিত প্রকল্পগুলির সঙ্গে নম্বর যুক্ত করার কথাও বলা হয়েছে। কমিশনের অভিমত, এতে পড়ুয়াদের আগ্রহ বাড়বে এবং একই সঙ্গে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। পরিবেশ সংরক্ষণকে যদি পাঠ্যসূচির সঙ্গে যুক্ত করা যায়, তাহলে তা শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হতে পারে।
কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানিয়েছেন, প্রস্তাবের বিস্তারিত ব্যাখ্যা এবং সম্ভাব্য পরিবেশ প্রকল্পের নমুনা সম্বলিত একটি বুকলেট ইতিমধ্যেই সিলেবাস কমিটির কাছে পাঠানো হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ছাত্রছাত্রীদের পরিবেশ সম্পর্কে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে কমিশন।




















