“ছুটি নিয়ে বেড়াতে যান!” – মোদীএবং অমিত শাহকে লম্বা ছুটির পরামর্শ দিয়ে কটাক্ষ নুসরত জাহানের! মধ্যপ্রদেশে চোরাশিকারিদের হাতে পুলিশ খুনের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তিনি বললেন, ”প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছুটি নেওয়া প্রয়োজন। হলিডেতে চলে যান আপনারা। রাজনীতি এবং প্রশাসনিক জায়গা থেকে অব্যাহতি নিন।” একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের এই সাংসদের বাক্যবাণ, ”নিজেদের কাজে তাঁরা সম্পূর্ণ ব্যর্থ।
এবং এই ব্যর্থতার চরম ফল ভোগ করতে হচ্ছে দেশের জনগণকে।”এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে,সম্প্রতি তিনজন পুলিশকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশে।সেই তালিকায় রয়েছেন একজন সাব ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল।জানা যায়, মধ্যপ্রদেশের গুনা এলাকায় চোরাশিকারিদের হাতে খুন হয়েছেন তারা।জানা গিয়েছে তারা নাকি গোপন সূত্রে চোরাশিকারিদের খবর পেয়ে হানা দেন।
কিন্তু,তারা নির্দিষ্ট ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের ঘিরে ফেলে চোরাশিকারিরা এবং তারপরই তাঁদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। অসম গুলির লড়াইয়ে তিন পুলিশ আধিকারিকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।গোটা ঘটনায় তদন্তদের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।আর এবার এই ঘটনা নিয়েই প্রতিবাদে সরব হয়ে নুসরত জাহান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে কটাক্ষ করেন।
আরও পড়ুন – আগামী ১৪ দিন হাওড়া-বর্ধমান শাখায় প্রায় ৪-৫ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল
উল্লেখ্য, মধ্যপ্রদেশে চোরাশিকারিদের হাতে পুলিশ খুনের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তিনি বললেন, ”প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছুটি নেওয়া প্রয়োজন। হলিডেতে চলে যান আপনারা। রাজনীতি এবং প্রশাসনিক জায়গা থেকে অব্যাহতি নিন।” একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের এই সাংসদের বাক্যবাণ, ”নিজেদের কাজে তাঁরা সম্পূর্ণ ব্যর্থ। এবং এই ব্যর্থতার চরম ফল ভোগ করতে হচ্ছে দেশের জনগণকে।”
এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে,সম্প্রতি তিনজন পুলিশকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশে।সেই তালিকায় রয়েছেন একজন সাব ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল।জানা যায়, মধ্যপ্রদেশের গুনা এলাকায় চোরাশিকারিদের হাতে খুন হয়েছেন তারা।জানা গিয়েছে তারা নাকি গোপন সূত্রে চোরাশিকারিদের খবর পেয়ে হানা দেন। কিন্তু,তারা নির্দিষ্ট ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের ঘিরে ফেলে চোরাশিকারিরা এবং তারপরই তাঁদের উপর নির্বিচারে গুলি চালানো হয়।