ফের বিজেপি ছেড়ে দুই শতাধিক কর্মীর তৃণমূলে যোগ। শুক্রবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার দুধপতরী এলাকায় দোল উৎসব উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, গড়বেতা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
ওই অনুষ্ঠানে দুধপতরী এলাকার প্রায় 200 জন বিজেপির কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কারী সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ।
আর ও পড়ুন লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ পুলিশের জালে
দলীয় পতাকা হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাদের কে সবুজ আবির মাখিয়ে তৃণমূল কংগ্রেসে বরণ করে নেওয়া হয় । বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কারী সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন দোল উৎসবের দিন যেভাবে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন তাতে আগামী দিনে গোয়ালতোড় থানা এলাকায় বিজেপির ঝান্ডা ধরার কেউ থাকবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী খুঁজে পাবেনা।
তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী সকলকে তিনি রঙের উৎসব হোলি উৎসবের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করে তোলার জন্য হাতে হাত মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি তার ভাষণে আরো বলেন যে একশ্রেণীর মানুষ জঙ্গল মহলকে অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু জঙ্গলমহলের মানুষ তাদের সেই অপচেষ্টাকে রুখে দেবে। কারণ বহু কষ্টের বিনিময়ে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছে। সেই শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে । যারা বিশৃংখলা সৃষ্টি করার চক্রান্ত করছে তাদেরকে জঙ্গলমহলের মানুষ উপযুক্ত জবাব দেবে।