” ছেলেধরা গুজব ” মহামারীতে আক্রান্ত দুর্গাপুর ,এবার হেনস্থার শিকার সেনাবাহিনীর জওয়ান

” ছেলেধরা গুজব ” মহামারীতে আক্রান্ত দুর্গাপুর ,এবার হেনস্থার শিকার সেনাবাহিনীর জওয়ান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৬ শে সেপ্টেম্বরঃ গতকালই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং বেশ দায়িত্ব নিয়েই সংবাদমাধ্যমকে জানান যে ছেলেধরা গুজব অনেকটাই ফিকে হয়ে এসেছে , ক্রমাগত সচেতনতা প্রচারে । কিন্তু আদৌ কি তাই ? কোকওভেন থানা এলাকার সগরভাঙ্গায় গতকাল রাতে সগরভাঙ্গাতেই হেনস্থার শিকার হলেন এক সেনাবাহিনীর জওয়ান । পরে পুলিশ এসে ওই জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায় ।

কোকওভেন থানা এলাকায় গত কয়েকদিন ধরেই ছেলেধরা গুজব কার্যত মহামারীর আকার নিয়েছে । সগরভাঙ্গা গ্রামে আতংকিত গ্রামবাসীরা পালা করে রাতপাহারার কাজ করছে । তারাই গতকাল রাতে ভৈরবতলায় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে ধরে ফেলে । মুহুর্তে দাবানলের মতন গোটা গ্রামে খবর ছড়িয়ে যায় যে ছেলেধরা ধরা পড়েছে । গোটা গ্রাম অকুস্থলে পৌঁছে যায় । আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা । ওই ব্যক্তি রাজস্থানী ভাষায় কথা বলছিল । এরপর ওই ব্যক্তি নিজের পরিচয়পত্র দেখায় । তখন দেখা যায় যে তিনি একজন সেনাবাহিনীর জওয়ান । জিজ্ঞাসাবাদে জানা যায় যে গয়া থেকে আগত ওই জওয়ান রাস্তা ভুল করে এই এলাকায় চলে এসেছে ।

ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ এসে ওই জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায় । উদ্ধার করতে এসে মানুষের রোষের মুখে পড়ে পুলিশ । স্থানীয়দের দাবি , সন্ধ্যের পর থেকে প্রতি এলাকায় টহলদারীর ব্যবস্থা করতে হবে পুলিশকে ।

যদিও গ্রামবাসীরা জানাচ্ছে যে এখনও বাস্তবে কোনও ” ছেলেধরা ” তাদের চোখে পড়েনি । কেউ কেউ বলছেন শুধুই গুজব । তবে এই গুজবের “মহামারী ” তে নাজেহাল পুলিশ প্রশাসন । গত পরশু অর্থাৎ ২৪ তারিখ রাতে এক ভবঘুরে সাধুকে লিলুয়াবাঁধ এলাকায় ব্যপক মারধোর করে এলাকাবাসী । সেই ঘটনার জেরে ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠায় । তাদের ১ মাসের জেল হেফাজত হয় । শহরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ অবশ্য এই ঘটনার তীব্র নিন্দা করছেন । এর পাশাপাশি আতংকে রয়েছেন সাধারন মানুষ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top