৯ ফেব্রুয়ারি, শনিবার সকাল থেকে দিল্লিতে বিধানসভা নির্বাচন শুরু হয়।প্রথমদিকে শান্তিপূর্ণভাবে হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়। একজন কংগ্রেস প্রার্থীর সঙ্গে বচসা বাধে আপ কর্মীর।বচসার জেরে প্রাক্তন আম আদমি পার্টি বিধায়ক অলকা লাম্বা (কংগ্রেস প্রার্থী) চড় মারে আপ কর্মীকে।সেখান থেকেই বিতর্কের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, আম আদমি পার্টির কর্মী কিছু কু মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতার ছেলেকে উদ্দেশ্য করে। ঠিক তার পরেই এমন ঘটনা ঘটে।কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা চাঁদনী চক বিধানসভা কেন্দ্র থেকে ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থী হন।
আপ-কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা বাধার দরুন এরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আপ কর্মীকে পুলিশ সেখান থেকে নিয়ে যান।