
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৫ শে সেপ্টেম্বরঃ দুর্গাপুর কোক ওভেন থানা এলাকার দুর্গাপুর স্টেশন বাজারে ছেলেধরা সন্দেহে একজনকে ধরে স্থানীয়রা। পরে পাশের পাড়া লেলুয়া বাধ এলাকার স্থানীয়রা টেনে হিঁচড়ে নিয়ে যায় গণপ্রহার করা হয় তার উপর। তাকে উদ্ধার করতে এসে আহত হয় কোক ওভেন থানার পুলিশ আধিকারিক ও। পরবর্তীকালে কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ছেলেধরা সন্দেহে যাকে মারধর করা হয় সেই ব্যাত্তি গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি।



















