ছেলে ধরা সন্দেহে যুবককে গণপিটুনি

ছেলে ধরা সন্দেহে যুবককে গণপিটুনি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,৬ই সেপ্টেম্বর :ছেলে ধরা সন্দেহে এক যুবক গণপিটুনি ঘটনাটি ঘটে কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ি এলাকায়। অক্ষয় বেগ নামে এক বানজারা শীতলপুর তুলসীহিড় এলাকায় ঘোরাঘুরি করতে দেখতে পাই। স্থানীয়দের সন্দেহ হওয়াতে স্থানীয়রা ডাকতে গেলে দৌড়ে পালিয়ে যায়। কিছুদূর গিয়ে স্থানীয়রা ধরার পর গণপিটুনি দেয় ঐ বানজারা কে এই নিয়ে শীতলপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সাকতোড়িয়া  ফাঁড়ির পুলিশ এসে ঐ ছেলেটিকে গণপিটুনির প্রহারের হাত থেকে বাঁচায় এবং সাকতোড়িয়া ফাঁড়িতে ঐ সন্দেহজনক বানজারা কে নিয়ে যাওয়া হয়। ছেলে ধরা সন্দেহ ছেলেটিকে দেখতে আসে এলাকার লোকেরা এরফলে ফাঁড়ি চত্বরে ব্যাপকভাবে সাধারণ মানুষের ভিড় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাঁকতোড়িয়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার করার পর  সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top