ছোটপর্দার মিশকা অহনা দত্তের মাতৃত্বকালীন টিপস

ছোটপর্দার মিশকা অহনা দত্তের মাতৃত্বকালীন টিপস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত, যিনি মিশকা নামে পরিচিত, বর্তমানে মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন। কাজ থেকে বিরতি নিয়ে তিনি চুটিয়ে কাটাচ্ছেন মেয়ের সঙ্গে সময়।সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে তিনি নিজের মেয়ের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন, যা অনুরাগীদের ভালোবাসা কুড়িয়েছে। তবে এখন ঘরে ঘরেই সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ দেখা দিচ্ছে। ছোট ছোট শিশুরাও এর বাইরে নেই।
এই পরিস্থিতিতে নতুন মায়েদের জন্য বিশেষ কিছু টিপস শেয়ার করেছেন অহনা। তিনি ভিডিওতে জানান, সব একরত্তি শিশুই এখন জ্বরে ভুগছে। তাঁরও মেয়ের সর্দি-কাশি ও জ্বর হয়েছে।অহনা বলেন, তিনি ঘরোয়া উপায়ে বাচ্চাদের স্বস্তি দিতে ভরসা রাখেন। তিনি একটি পুঁটলি দেখান, যার মধ্যে মেথি, আজোয়ান ও কিছু রসুন কুচি রাখা আছে।এই শুকনো উপকরণ ভেজে পুঁটলিতে ভরে নেওয়া হয়। এরপর হালকা হালকা বাচ্চার বুকের ওপর দিয়ে দেওয়া হয়। এতে বুকে জমে থাকা কফ কিছুটা কমে যায় এবং রাতে শিশুরা ভালো ঘুমায়।অহনা উল্লেখ করেন, এই টিপসটি তিনি ইনস্টাগ্রাম থেকে শিখেছেন এবং তা নতুন মায়েদের জন্য উপযোগী। এছাড়াও বলেন, পুঁটলিটি গরম অবস্থায় না দিয়ে ঠান্ডা হলে সন্তানের জামার ওপর দিয়ে দেওয়া উচিত।

অহনা মাত্র ২১ বছর বয়সে মা হন। তাঁর কন্যা জুলাই মাসে জন্মগ্রহণ করে। একা হাতে মেয়ের যত্ন সামলাচ্ছেন তিনি।
অহনার শাশুড়ি অনেক আগে মারা গিয়েছেন এবং মাতার সঙ্গে সম্পর্ক নেই। তাই স্বামী দীপঙ্কর ও অহনা মিলেই সন্তানকে লালন পালন করছেন।অহনা ও দীপঙ্কর এক বছর আগে বিয়ে করেছেন। বিয়ের মাত্র দুই মাসের মাথায় মা হওয়ার সুখবর জানান অহনা।
প্রেগন্যান্সির সময়ও দীপঙ্কর সবসময় স্ত্রীকে সহায়তা করেছেন। মেয়ের আগমনের পর থেকে অহনার জীবন পুরোপুরি বদলে গেছে।এখন মেয়ের সঙ্গে মাতৃত্বকালীন সময় উপভোগ করতে ব্যস্ত অহনা। তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়লেও তা নিয়ে বেশি ভাবতে চান না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top