বিনোদন – ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুন্ডু এবার পা রাখছেন বড় পর্দায়। দেবের বিপরীতে তাঁকে দেখা যাবে আসন্ন ছবি ‘প্রজাপতি ২’-তে। ছোট পর্দায় ‘বঁধুয়া’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। যদিও ধারাবাহিকটি খুব বেশি দিন চলেনি, তবুও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন জ্যোতির্ময়ী।
‘বঁধুয়া’ ধারাবাহিকটি শুরু হয়েছিল গত বছরের মার্চে এবং মাত্র ছ’মাস পর সেপ্টেম্বরে তা শেষ হয়ে যায়। এরপর টেলিভিশনে তাঁকে আর দেখা যায়নি। এই সময়েই অভিজিত সেনের মাধ্যমেই জ্যোতির্ময়ীর যোগাযোগ হয় দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে। এক ধারাবাহিক শেষ করেই নতুন প্রজেক্টে না ঝাঁপিয়ে, তিনি অপেক্ষা করেছিলেন সঠিক সুযোগের জন্য।
প্রযোজক অতনু রায়চৌধুরী তাঁর নাম মনে রেখেছিলেন। যখন তিনি দেখেন চরিত্রটির সঙ্গে জ্যোতির্ময়ী একেবারে মানানসই, তখনই তাঁকে ডেকে পাঠানো হয়। ইতিমধ্যেই লন্ডনে দেবের সঙ্গে শুটিং সেরে এসেছেন এই নবাগত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই শুটিংয়ের ছবি শেয়ারও করেছেন, যা দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
অভিনয়ের পাশাপাশি জ্যোতির্ময়ী নাচেরও প্রশিক্ষণ নিয়েছেন এবং মডেলিং ও ফটোশ্যুটে সক্রিয় রয়েছেন। জানা গেছে, ‘প্রজাপতি ২’-এর জন্য প্রথমে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত এই সুযোগ এসেছে জ্যোতির্ময়ীর হাতে।
