
১৯ এপ্রিল, হঠাৎ যদি আপনার বহুদিনের স্বপ্ন সত্যি হয়ে যায়, যা আপনি আশাই করেননি, অবাক হবেন তো? আমরা প্রায় প্রত্যেকেই কোনো না কোনো তারকার ফ্যান হয়ে থাকি।আমরা তো সর্বদা তাদের স্পেশাল দিনগুলোতে তাদের শুভেচ্ছা জানাই।কিন্তু যদি কোনোদিন তারা আপনাকে আপনার স্পেশাল দিনে শুভেচ্ছা জানায়! সত্যি স্বপ্নের বিষয় সেটা।কিন্তু সেই স্বপ্নই সত্যি হল এক ছোট্ট খুদের।যিনি হৃতিকের বিশাল বড় ফ্যান।সম্প্রতি ট্যুইটারে চার বছরের ছোট্ট ছেলের ভিডিও পোস্ট করেন হৃতিকের এক অনুরাগী, যা দেখে মুগ্ধ হয়ে হৃতিক রোশন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
চার বছরের ছোট্ট অনুরাগীর জন্মদিন! শুধু ভক্তই নয়, নিজের নামও সে হৃতিক রোশন বলেন! ভিডিও দেখে মুগ্ধ হল স্বয়ং হৃতিক।ভিডিওটিতে দেখা যাচ্ছে, চার বছরের ছোট্ট ছেলেকে তার নাম জিজ্ঞাসা করায় সে বলছে, তার নাম হৃতিক রোশন। শুধু তাই নয়, সেই খুদে বলে চলেছে, তার চোখের রঙ সবুজ, হাতে ৬ টা আঙুল, আর তার প্রিয় সিনেমা ধুম-২! সেই ভিডিওটি পোস্ট করে খুদের মা লেখেন, ‘আমার ছেলে বেদ আজ ৪ বছরে পা দিল। হৃতিক স্যার, ও আপনার কেবল অনুরাগী নয়, ও নিজেকেই হৃতিক রোশন বলে মনে করে। যদি আপনি একবার ওকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও ভীষণ খুশি হবে।’ ভিডিওটি নায়কের চোখে পড়তেই টুইটটি রিটুইট করে তিনি লেখেন, ‘খুব মিষ্টি। শুভ জন্মদিন বেদ। তোমায় ভালোবাসা।’



















