২৩ নভেম্বর, কাজের চাপে বহুদিন সময় করে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া হয়নি! এমন মনে হলে শীঘ্রই ঘুরে আসুন দেওঘরে। সপ্তাহের শেষে বা যেকোনও হলিডেতে দুদিনে ঘুরে আসার মতো এক সঠিক স্থান হল এটি। কলকাতা থেকে মাত্র ৩১০ কিমি দুরে ঝাড়খণ্ডের এই সতীপীঠে দেবতা শিবকে এখানে শ্রী বৈদ্যনাথ হিসাবে পার্থনা করা হয়েছে।
প্রথমে ট্রেনে করে রওনা দিন জাসিদির উদ্দেশ্যে, সেখানে পৌঁছলে সেখান থেকে মাত্র ৯ কিমি দুরে দেওঘর। আপনি বাস, ট্রেন কিংবা সুবিধার্থে যেকোনও মাধ্যমের দ্বারা পৌঁছে যান বৈদ্যনাথ ধামে অর্থাৎ দেওঘরে। সেখানে নানান পৌরাণিক মন্দির দর্শন করতে পারবেন। যেমন- নবদুর্গা মন্দির, তপবন, সতসঙ্গ আশ্রম, নওলক্ষা মন্দির, জগবন্ধু আশ্রম, ত্রিকুট পাহার, রামকৃষ্ণ মিশন ও নন্দন পাহার। এছাড়াও বৈদ্যনাথ ধামের সুন্দর পরিবেশ ও মহাদেব দর্শন করে আপনি ও আপনার পরিবার অবশ্যই মুগ্ধ হবেন, সাথে ত্রিকুট পাহাড়ে রোপোয়ে চেপে আপনি দর্শন করতে পারেন বৈদ্যনাথের অপূর্ব সুন্দর দৃশ্য।
হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন উশৃ ফলস ও শিমুল তলা। এইভাবেই, আপনি আপনার কাজের সকল চাপ থেকে মুক্ত হয়ে উপভোগ করে নিন দেওঘরের এই অপরূপ সৌন্দর্যকে।