ছোট পোশাকে অরুচি, স্লিভলেস পরেন না শ্বেতা ভট্টাচার্য — সাহসী পোশাক এড়িয়ে ‘রক্ষণশীল’ ভাবমূর্তিতে টলি নায়িকা

ছোট পোশাকে অরুচি, স্লিভলেস পরেন না শ্বেতা ভট্টাচার্য — সাহসী পোশাক এড়িয়ে ‘রক্ষণশীল’ ভাবমূর্তিতে টলি নায়িকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য আজ জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও, সাহসী পোশাক বা খোলামেলা লুকে তাঁকে কখনও দেখা যায়নি। ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের এই নায়িকা বরাবরই শালীনতা বজায় রাখতে ভালোবাসেন। যেখানে বাংলা থেকে হিন্দি টেলিভিশন ও সিনেমার বহু অভিনেত্রী খোলামেলা পোশাকে হাজির হয়ে থাকেন এবং প্রশংসাও কুড়িয়ে থাকেন, সেখানে একেবারেই অন্য পথে হাঁটেন শ্বেতা। এই প্রসঙ্গেই এক পডকাস্টে খোলাখুলি মত প্রকাশ করেছেন তিনি।

শ্বেতা স্পষ্টভাবে বলেন, “যদি শরীর দেখিয়ে কাজ করতে হয়, আমি সেই কাজ করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর নয়।” তিনি জানান, স্লিভলেস পোশাক বা শর্ট ড্রেস তাঁর পছন্দ নয়। তাঁকে একসময় বলা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চাইলে স্লিভলেস ও শর্ট ড্রেস পরতে হবে। কিন্তু শ্বেতার বক্তব্য, “আমি স্লিভলেস পরি না, ছোট পোশাকও পরতে পারি না। হাঁটুর ওপর পর্যন্ত কোনও ড্রেস আমি কখনও পরি না।”

শ্বেতা আরও জানান, গত ১৫ বছরের দীর্ঘ অভিনয়জীবনে কখনও কোনও চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজক তাঁকে পোশাক নিয়ে আপোস করার জন্য চাপ দেননি। তিনি বিশ্বাস করেন, প্রতিভা দিয়েই ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করা সম্ভব, আপোস করে নয়। ২০১০ সাল থেকে দীর্ঘ কেরিয়ারে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন, তাই নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার কোনও প্রয়োজনই অনুভব করেন না।

ইন্ডাস্ট্রিতে মিটু আন্দোলন ও কাস্টিং কাউচ নিয়ে বহুবার বিতর্ক সামনে এসেছে। অনেকেই মনে করেন, সাফল্য পেতে হলে আপোস করতেই হয়। কিন্তু শ্বেতা ভট্টাচার্য নিজের অবস্থান ও নীতিতে অনড় থেকে এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন। তাঁর মতে, সাফল্যের মূলমন্ত্র হলো প্রতিভা, পরিশ্রম ও আত্মবিশ্বাস, আপোস নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top