ছৌ হয়ে গেল ‘ছাউ’, উচ্চারণ নিয়ে ট্রোলড ইধিকা, জানালেন নিজস্ব প্রতিক্রিয়া

ছৌ হয়ে গেল ‘ছাউ’, উচ্চারণ নিয়ে ট্রোলড ইধিকা, জানালেন নিজস্ব প্রতিক্রিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বর্তমানে টলিপাড়ায় নিজের সুনাম উজ্জ্বল করছেন ইধিকা পাল। বাংলাদেশ এবং টলিউডের দুই মেগাস্টারের সঙ্গে কাজ করে ছোটপর্দার জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন এই নায়িকা। শাকিব খানের প্রিয়তমা হোক বা দেবের খাদান, দুই বাংলার বক্সঅফিসই কাঁপিয়ে দিয়েছে তাঁর কাজ। বর্তমানে তিনি ব্যস্ত দেবের সঙ্গে **পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’**ের প্রচারে। ইতিমধ্যে মালদায় ছবির গ্র্যান্ড প্রচার দারুণ সাফল্য পেয়েছে।

এই সফলতার মাঝেই ট্রোলের মুখে পড়তে হয়েছে ইধিকাকে। বিষয়টি হচ্ছে ‘ছৌ নাচ’। পুরুলিয়ার ছৌ নাচের উচ্চারণ ইধিকার মুখে হয়ে গিয়েছে ‘ছাউ’, আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। কেউ বলছেন, “ছাউ কী?”, কেউ আবার লিখেছেন, “ছৌ কবে ছাউ হয়ে গেল।” মিম এবং ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায় বইয়ে দিয়েছে।

তবে এইসব ট্রোল-কটাক্ষ নিয়ে ইধিকা চিন্তিত নন। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তিনি ওই নাচের ফর্মটিকে ইংরেজিতে যেভাবে উচ্চারণ করা হয়, সেভাবেই সাক্ষাৎকারে বলেছেন। তিনি বললেন, “এবার যদি কেউ ভাবেন, সাক্ষাৎকারটি বাংলায় ছিল বলে পুরোটা বাংলাতেই কথা বলতে হবে… মাঝেমধ্যে কিছু চলতি ইংরেজি শব্দ ব্যবহার করাই তো সমস্যা হওয়ার কথা নয়।”

ইধিকার কথায়, উচ্চারণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে তিনি আমল দিতে রাজি নন। এছাড়া, শনিবারই মুক্তি পেয়েছে রঘু ডাকাত-এর দেব-ইধিকার রোম্যান্টিক গান ‘ঝিলমিল লাগে রে’, যেখানে তাদের রসায়ন নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top