ঘূর্ণিঝড় জওয়াদ নিয়ে হাওড়া জেলায় সতর্কবার্তা প্রশাসনের। ঘূর্ণিঝড় জওয়াদ নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে হাওড়া জেলা প্রশাসন। জেলার ব্লক, মহাকুমা শাসকের অফিসে এবং জেলাশাসকের অফিসে পৃথক কন্ট্রোলরুম করার পাশাপাশি জরুরী পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য খোলা হচ্ছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম।
জেলা প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। নদী তীরবর্তী গ্রামীণ এলাকায় বিশেষ নজরদারি থাকবে। এছাড়া ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম এর মাধ্যমে নজরদারি চালানো হবে। যাতে ঝড়ের সময় বা তার পরবর্তী সময়ে দ্রুত মানুষের সমস্যার সমাধান করা যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লক প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে ব্লকে মাইকিং চলছে এবং কৃষকদের দ্রুত ধান কেটে তা বাড়িতে চলার নির্দেশ দেয়া হয়েছে।
এজন্য আমতা উদয়নারায়ণপুর সহ বেশকিছু ব্লকে ধান কাটার জন্য ধান কাটার মেশিন বরাদ্দ রাখা হয়েছে। যাতে চাষিরা প্রয়োজনে এই মেশিনের মাধ্যমে দ্রুত ধান কেটে তা ঘরে তুলতে পারে। এছাড়া বিদ্যুৎ দপ্তর এমনিতেই বৈদ্যুতিক লাইনের উপরে থাকা বিপজ্জনক ডালগুলো কেটে ফেলে দিচ্ছে। পাশাপাশি ব্লক প্রশাসনও সিদ্ধান্ত নিয়েছে শুকনো ডাল বা বিপজ্জনক ডালগুলোকেও তারা কেটে ফেলবে।
ব্লক প্রশাসনের পক্ষ থেকেও পঞ্চায়েতের সঙ্গে কথা বলে যাদের মাটির বাড়ি রয়েছে তাদের সরিয়ে আনার ব্যবস্থা করা হবে এবং তাদের নিরাপদ আশ্রয়ের এ রাখার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে চাবি নেওয়ার জন্য ব্যবস্থা করছে প্রশাসন। এনডিআরএফ, এসডিআরএফের দল শ্যামপুর সহ নদী তীরবর্তী বেশ কয়েকটি ব্লকে রাখা হবে।
আর ও পড়ুন ওঝার কেরামতিতে মৃত্যু হলো সাপে কামড়ানো গৃহবধুর
হাওড়া পুরসভা এলাকাতেও আগাম সতর্কতা হিসেবে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরসভাতেও খোলা হচ্ছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানালেন, প্রবল বৃষ্টির আশঙ্কায় জমা জল বার করতে পুরসভার পাম্পগুলিকে তৈরি রাখা হচ্ছে।
রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র বিধায়ক পুলক রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা পুরো ব্যবস্থা রেখেছি ঝড়ের মোকাবিলায়। মানুষের পাশে আমরা আছি। সতর্ক থাকুন অযথা আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় নিয়ে হাওড়া জেলায় সতর্কবার্তা প্রশাসনের। ঘূর্ণিঝড় জওয়াদ নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে হাওড়া জেলা প্রশাসন। জেলার ব্লক, মহাকুমা শাসকের অফিসে এবং জেলাশাসকের অফিসে পৃথক কন্ট্রোলরুম করার পাশাপাশি জরুরী পরিষেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য খোলা হচ্ছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। জেলা প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। নদী তীরবর্তী গ্রামীণ এলাকায় বিশেষ নজরদারি থাকবে।
এছাড়া ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম এর মাধ্যমে নজরদারি চালানো হবে। যাতে ঝড়ের সময় বা তার পরবর্তী সময়ে দ্রুত মানুষের সমস্যার সমাধান করা যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লক প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে ব্লকে মাইকিং চলছে এবং কৃষকদের দ্রুত ধান কেটে তা বাড়িতে চলার নির্দেশ দেয়া হয়েছে।
এজন্য আমতা উদয়নারায়ণপুর সহ বেশকিছু ব্লকে ধান কাটার জন্য ধান কাটার মেশিন বরাদ্দ রাখা হয়েছে। যাতে চাষিরা প্রয়োজনে এই মেশিনের মাধ্যমে দ্রুত ধান কেটে তা ঘরে তুলতে পারে। এছাড়া বিদ্যুৎ দপ্তর এমনিতেই বৈদ্যুতিক লাইনের উপরে থাকা বিপজ্জনক ডালগুলো কেটে ফেলে দিচ্ছে। পাশাপাশি ব্লক প্রশাসনও সিদ্ধান্ত নিয়েছে শুকনো ডাল বা বিপজ্জনক ডালগুলোকেও তারা কেটে ফেলবে।