Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Governor Jagdeep Dhankhar's tweet is bill confusion

রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটে বিল বিভ্রান্তি

রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটে বিল বিভ্রান্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জগদীপ

রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটে বিল বিভ্রান্তি। সম্প্রতি, হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়েছে। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে সই নিয়ে এবার বিভ্রান্তি বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় নিজেই। হাওড়া পুরসভা সংক্রান্ত বিলে সই করেছি, এই দাবি সঠিক নয়। ফের ট্যুইট রাজ্যপালের। বিষয়টি এখনও তাঁর বিবেচনাধীন বলে জানিয়েছেন জগদীপ ধনকড়। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে কি সই করেছেন রাজ্যপাল? দাবি, পাল্টা দাবিতে বিভ্রান্তি চরমে। এর আগেও ট্যুইটে রাজ্যপালের দাবি, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে।

 

এদিন হাওড়া পুরসভার সংশোধনী বলি সই করেননি রাজ্যপাল। এদিন টুইট করে একথা জানালেন জগদীপ ধনখড়। ওই বিলের প্রস্তাব অনুযায়ী, হাওড়া থেকে বিচ্ছিন্ন করা হবে বালি পুরসভাকে৷ প্রায় এক মাস আগে বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হলেও সরকারের কাছে বেশ কিছু ব্যাখ্যা চেয়ে বিলটিতে সই করেননি তিনি৷ মমতাকে ট্যাগ করে টুইট করে ধনখড় বলেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড় হাওড়া মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১-এ অনুমোদন দিয়েছেন। কিন্তু তা ঠিক নয়। সংবিধানের ২০০ ধারার অধীনে বিবেচনাধীন রয়েছে। কারণ এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু তথ্য প্রত্যাশিত।’ এ বিষয়ে বিভিন্ন মিডিয়া রিপোর্ট খারিজ করে টুইটারে নিজেই শনিবার জানিয়েছেন সে কথা।

 

আর ও পড়ুন    এই পৌর নির্বাচনে সারা বাংলায় বিপুলভাবে জিতবে বিজেপি, মুকুল রায়

 

এই টানাপড়েনের মধ্যেই রাজ্য সরকারের আর্জি মেনে ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু করে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতার সঙ্গেই হাওড়া পুরসভার নির্বাচনও একসঙ্গে করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন৷ কিন্তু বিরোধীদের আপত্তি হাওড়া পুরসভা সংশোধনী বিল রাজ ভবনে আটকে থাকায় সেই পরিকল্পনা ভেস্তে যায়৷  বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে হাওড়া ও বালি পুরসভায় ভোট ঘিরে অনিশ্চয়তার বিষয়টি ওঠে। এরপর, শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্যপাল হাওড়া কর্পোরেশন সংশোধনী বিল ২০২১-এ সম্মতি দিয়েছেন। যদিও, সন্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

 

সঙ্গে বৈঠকের পর ট্যুইটে রাজ্যপাল বলেন, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে। এর আগে, শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের ভিডিও ট্যুইট করেন রাজ্যপাল, হাওড়া-বালি পুরসভা বিল নিয়ে রাজ্যপালের সুরই শোনা যায় বিরোধী দলনেতার গলাতেও। বিরোধী দলনেতা বলেছেন, ‘রাজ্যপাল বলেছেন, আমি কোনও বিল ক্লিয়ার করিনি।’ কলকাতা হাইকোর্টে দেওয়া প্রস্তাবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ জানুয়ারি হাওড়া ও ২৭ ফেব্রুয়ারি তারা বালির পুরভোট করতে চায়। কিন্তু, বিল পাস নিয়ে জটিলতা এখনও কাটার কোনও লক্ষণ নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top