জগদ্দলে জ্বলছে আগুন

জগদ্দলে জ্বলছে আগুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জগদ্দলে জ্বলছে আগুন। সারা বছরে আগুন জ্বলে চলে বোম বন্দুক, ওখানকার রাজনীতি এইরকম যারা রাজনীতি করে তারা এর সঙ্গে যুক্ত আছেন। সারা পশ্চিমবাংলাই এটা ছড়িয়ে গেছে বোম বন্দুকের আওয়াজ এবং আগুন দেখা যাচ্ছে ,প্রশাসনের ইচ্ছা নেই চাইলে সব বন্ধ করতে পারে। কারণ এর মধ্যে রাজনীতি যুক্ত আছে, গায়ে হাত দিলে ভোট নষ্ট হয়ে যাবে সেই জন্য তারা বন্ধ করতে চাইছেন না। সাধারণ মানুষ এর জীবন ধীরে ধীরে দুর্বিষহ হয়ে উঠছে।

অর্জুন সিং একসময় বিজেপি সঙ্গে যুক্ত ছিলেন এখন দল চেঞ্জ করে তৃণমূলে তাহলে কেন এখন বোম বন্দুকের লড়াই চলছে।

 

তখন অশান্তি ছিল উনাকে ব্যক্তিগত বাড়িতে আক্রমণ করত। এলাকার রক্ষা করার যে লড়াই গঙ্গার বালি থেকে আরম্ভ করে রেলের জিনিস প্রচুর অবৈধ ব্যবসা চলে, কাট মানি সিন্ডিকেট তো হয়। সেই নিয়ে ভাগাভাগি কম বেশি হলেই বোম বন্দুক দিয়ে সমাধান করার চেষ্টা করা হয়।

 

সংসদে ডিজিটাল বাদ মাধ্যমে লাগাম টানা প্রসঙ্গে বলেন ডিজিটাল মাধ্যম নিয়ে সবাই চিন্তিত কোন কন্ট্রোল নেই আজকে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ওপরে কন্ট্রোল আছে সাংবাদিকদের সম্পাদকের ওপরে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু ডিজিটাল মিডিয়া যেমন ব্যাপকতা আছে তেমন তার কোন বাঁধন নেই কোন লোক সম্বন্ধে যেকোন বিষয় নিয়ে যে কেউ বলতে পারে লিখতে পারে একটা সিস্টেম আসা উচিত ডিসিপ্লিন আসা উচিত তার জন্য একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে, করার দরকার ও আছে

আরও পড়ুন – আবারও পথ দূর্ঘটনার কবলে পড়ল রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভার পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যানীর গাড়ি

উল্লেখ্য, সারা বছরে আগুন জ্বলে চলে বোম বন্দুক, ওখানকার রাজনীতি এইরকম যারা রাজনীতি করে তারা এর সঙ্গে যুক্ত আছেন। সারা পশ্চিমবাংলাই এটা ছড়িয়ে গেছে বোম বন্দুকের আওয়াজ এবং আগুন দেখা যাচ্ছে ,প্রশাসনের ইচ্ছা নেই চাইলে সব বন্ধ করতে পারে। কারণ এর মধ্যে রাজনীতি যুক্ত আছে, গায়ে হাত দিলে ভোট নষ্ট হয়ে যাবে সেই জন্য তারা বন্ধ করতে চাইছেন না। সাধারণ মানুষ এর জীবন ধীরে ধীরে দুর্বিষহ হয়ে উঠছে।

অর্জুন সিং একসময় বিজেপি সঙ্গে যুক্ত ছিলেন এখন দল চেঞ্জ করে তৃণমূলে তাহলে কেন এখন বোম বন্দুকের লড়াই চলছে।

তখন অশান্তি ছিল উনাকে ব্যক্তিগত বাড়িতে আক্রমণ করত। এলাকার রক্ষা করার যে লড়াই গঙ্গার বালি থেকে আরম্ভ করে রেলের জিনিস প্রচুর অবৈধ ব্যবসা চলে, কাট মানি সিন্ডিকেট তো হয়। সেই নিয়ে ভাগাভাগি কম বেশি হলেই বোম বন্দুক দিয়ে সমাধান করার চেষ্টা করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top