জগদ্দলে নেশার আসরে বন্ধুকে গুলি করে খুনের ঘটনায় ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। সোমবার ধৃত সঞ্জয় যাদব ওরফে করন ও শুভম সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক দুজনকে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। অপরদিকে এই ঘটনায় আর এক অভিযুক্ত তাপস দে নাবালক হওয়ায়,তাকে সল্টলেকের জুভেনাইল আদালতে তোলা হয়েছিল। সেখান থেকে তাঁকে হোমে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার মাঝ রাতে ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার শান্তি নিবাস পল্লীর বাসিন্দা বছর উনিশের রোহিত দাসকে পেটে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল তাঁরই অন্তরঙ্গ বন্ধু “করন” ওরফে সঞ্জয় যাদবের বিরুদ্ধে। মৃত রোহিতের বাবা প্রদীপ দাস রবিবার সকালে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওইদিন বিকেলেই নদিয়া জেলার রানাগাট থেকে করনের এক আত্মীয়র বাড়ি থেকে জগদ্দল থানার পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আনে।
আরও পড়ুন – খুঁটি পূজার মধ্য দিয়ে 2022 এর দুর্গাপূজার শুভ সূচনা করলেন দেশপ্রিয় পার্ক
উল্লেখ্য, জগদ্দলে নেশার আসরে বন্ধুকে গুলি করে খুনের ঘটনায় ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। সোমবার ধৃত সঞ্জয় যাদব ওরফে করন ও শুভম সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক দুজনকে সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। অপরদিকে এই ঘটনায় আর এক অভিযুক্ত তাপস দে নাবালক হওয়ায়,তাকে সল্টলেকের জুভেনাইল আদালতে তোলা হয়েছিল। সেখান থেকে তাঁকে হোমে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার মাঝ রাতে ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর রেলগেট সংলগ্ন এলাকার শান্তি নিবাস পল্লীর বাসিন্দা বছর উনিশের রোহিত দাসকে পেটে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল তাঁরই অন্তরঙ্গ বন্ধু “করন” ওরফে সঞ্জয় যাদবের বিরুদ্ধে। মৃত রোহিতের বাবা প্রদীপ দাস রবিবার সকালে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওইদিন বিকেলেই নদিয়া জেলার রানাগাট থেকে করনের এক আত্মীয়র বাড়ি থেকে জগদ্দল থানার পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আনে।