নিজস্ব সংবাদদাতা ১৮ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: জগদ্দল থানার মেঘনা মোড়ে ১৮ নম্বর গলিতে চলে ব্যাপক বোমাবাজি। দুষ্কৃতীদের ছোঁড়া বোমাবাজির ঘটনায় স্থানীয় ১যুবক আহত হয়েছেন।
কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখন জানা যায়নি। তবে এই ঘটনা রাজনৈতিক নয় ব্যক্তিগত শত্রুতার শত্রুতার জেরে এই বোমাবাজি বলে জানান জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। যদিও স্থানীয় বিজেপি কর্মীদের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই বাবাজির পেছনে আছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ঘটনার পরেই ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করে দেখছে জগদ্দল থানার পুলিশ।
আরও পড়ুন…ট্রেন সাইডিং করতে গিয়ে বাম্পারে ধাক্কা ক্যানিং লোকালের,ক্ষতিগ্রস্থ সামনের গার্ড