ভাইরাল – জঙ্গলের মাঝে ঘটল এক মজার ঘটনা। পিঠের মাঝ বরাবর প্রচণ্ড চুলকানি শুরু হয়েছিল এক ভালুকের। কোনও ভাবেই থাবা বসিয়ে সেই চুলকানি কমাতে পারছিল না সে। শেষমেশ এক অদ্ভুত কৌশল বের করে ফেলল ভালুকটি। গাছের গায়ে হেলান দিয়ে পিঠ ঘষতে শুরু করল এবং দেখতে দেখতে তার সেই নড়াচড়া নাচের মতো মনে হতে লাগল। কোমর দুলিয়ে মনের আনন্দে নাচছে যেন—এমনই মনে হচ্ছিল ভিডিওটি দেখে।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গভীর জঙ্গলের মাঝে ভালুকটি অনবরত কোমর দুলিয়ে পিঠ ঘষে যাচ্ছে। যদিও বাস্তবে সে নাচ করছিল না, বরং চুলকানি থেকে মুক্তি পেতেই গাছের শক্ত ডালে হেলান দিয়ে মানুষের মতো দুই পায়ে ভর দিয়ে পিঠ ঘষছিল।
ভালুকটির এই অদ্ভুত ভঙ্গি দেখে নেটিজেনরা মুগ্ধ। অনেকেই মন্তব্য করেছেন যে, ভিডিওটি দেখে মনে হয়েছে ভালুকটি আনন্দে নাচ করছে। কিছুক্ষণ গাছের ডালে পিঠ ঘষে স্বস্তি পাওয়ার পর, শেষমেশ শান্তভাবে জঙ্গলের গভীরে চলে যায় সেই চতুষ্পদ। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং লাখো দর্শকের মনোরঞ্জন করেছে।
