‘জঙ্গিপুরে’ কোন জঙ্গি নেই, নামটাও জঙ্গিপুর পছন্দ নয়। বদল চায়

‘জঙ্গিপুরে’ কোন জঙ্গি নেই, নামটাও জঙ্গিপুর পছন্দ নয়। বদল চায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘জঙ্গিপুরে’ কোন জঙ্গি নেই, নামটাও জঙ্গিপুর পছন্দ নয়। বদল চায়। জঙ্গি শব্দটি এখন এতটা নেতিবাচক যে এই শব্দটি কেউ আর গ্রহণ করতে রাজী নয়। মুর্শিদাবাদ জেলা ভাগ হচ্ছে। নতুন এই জেলার নাম হচ্ছে জঙ্গিপুর। কেন নামের সঙ্গে জঙ্গিপুর যোগ করব এমন প্রশ্ন তুলেছেন কিছু মানুষ। তাদের বলছেন মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জায়গা। সেই জায়গার নামের সঙ্গে মুর্শিদাবাদ যোগ থাকুক এটা চান অনেকে। যেমন মুর্শিদাবাদের সঙ্গে পুর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যোগ করা হোক।

 

পুর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। যেমন উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর। সেভাবেই মুর্শিদাবাদের নামকরণ করা যেতে পাবে। অহেতুক ‘জঙ্গী’ শব্দটি বয়ে বেড়ানোর পক্ষে নন তারা। ডা: ওয়াসিম বলেন, ‘আমরা জেলা ভাগের পক্ষে। এতে প্রশাসনিক সুবিধা আচ্ছে। কিন্তু কথা হচ্ছে জঙ্গি শব্দাটা না থাকলেই ভাল হত।’ বিধায়ক এম এ সোহরাব। লোকসভা সদস‍্য খলিলুর রহমান। একদা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এখানকার সাংসদ ছিলেন। কেউই জনসাধারণের এই মনোভাব নিয়ে চিন্তা ভাবনা করছেন না।

আরও পড়ুন – উৎসবের মেজাজে ব্যারাকপুর শিল্পাঞ্চলে “ছট” বন্দনা

উল্লেখ্য,   জঙ্গি শব্দটি এখন এতটা নেতিবাচক যে এই শব্দটি কেউ আর গ্রহণ করতে রাজী নয়। মুর্শিদাবাদ জেলা ভাগ হচ্ছে। নতুন এই জেলার নাম হচ্ছে জঙ্গিপুর। কেন নামের সঙ্গে জঙ্গিপুর যোগ করব এমন প্রশ্ন তুলেছেন কিছু মানুষ। তাদের বলছেন মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক জায়গা। সেই জায়গার নামের সঙ্গে মুর্শিদাবাদ যোগ থাকুক এটা চান অনেকে। যেমন মুর্শিদাবাদের সঙ্গে পুর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যোগ করা হোক। পুর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর।

 

যেমন উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর। সেভাবেই মুর্শিদাবাদের নামকরণ করা যেতে পাবে। অহেতুক ‘জঙ্গী’ শব্দটি বয়ে বেড়ানোর পক্ষে নন তারা। ডা: ওয়াসিম বলেন, ‘আমরা জেলা ভাগের পক্ষে। এতে প্রশাসনিক সুবিধা আচ্ছে। কিন্তু কথা হচ্ছে জঙ্গি শব্দাটা না থাকলেই ভাল হত।’ বিধায়ক এম এ সোহরাব। লোকসভা সদস‍্য খলিলুর রহমান। একদা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এখানকার সাংসদ ছিলেন। কেউই জনসাধারণের এই মনোভাব নিয়ে চিন্তা ভাবনা করছেন না। ‘জঙ্গিপুরে’ কোন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top