জঙ্গিপুর মহকুমা হাসপাতালের জল নিকাশির বেহাল দশার হালফেরালেন জঙ্গিপুর পৌরসভা। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালের জল নিকাশির বেহাল দশা, নয়া জামানায় খবর প্রকাশিত হওয়ার পর জঙ্গিপুর পৌরসভার নড়েচড়ে বসে। আজকে জঙ্গিপুর হাসপাতালে জল নিকাশি ব্যবস্থা নবমী গঙ্গার প্রকল্প তার সঙ্গে যোগ করে দিলেন জঙ্গিপুর পৌরসভা। কেএমডি নামে একটি সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে পাঠিয়ে জঙ্গিপুর পৌরসভার ১৮,১৯,২০ নম্বর ওয়ার্ড এবং হাসপাতালে জল নিকাশি ব্যবস্থা খুব দ্রুত সমস্যার সমাধান করতে বলেন চেয়ারম্যান।
এমনকি হাসপাতালে ভেতরে একটি রিজার্ভ ট্যাংক করার কথাও তিনি বলেন। এই কাজ যাতে পড়ে না থাকে তার জন্য তিনি প্রতিদিনই জঙ্গীপুর হাসপাতালে আসবেন বলেও জানান। তিনি কথা দিয়েছেন মহাকুমা হাসপাতালের সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন যতক্ষণ না হবে তিনি তার কথামতো সমস্ত কাজ চালিয়ে যাবেন। এইরকম পৌর পিতাকে পেয়ে জঙ্গিপুরবাসী গর্বিত তার সাথে সাথে তাকে সাধুবাদে জানিয়েছেন। কিন্তু সাধারণ মানুষের দাবী জল নীকাশি বেহাল দশার হাল ফিরলেও জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিশেবার বেহাল দশার এখনো হাল ফেরিনি।
আরও পড়ুন – তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কম, লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান!
উল্লেখ্য, মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালের জল নিকাশির বেহাল দশা, নয়া জামানায় খবর প্রকাশিত হওয়ার পর জঙ্গিপুর পৌরসভার নড়েচড়ে বসে। আজকে জঙ্গিপুর হাসপাতালে জল নিকাশি ব্যবস্থা নবমী গঙ্গার প্রকল্প তার সঙ্গে যোগ করে দিলেন জঙ্গিপুর পৌরসভা। কেএমডি নামে একটি সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে পাঠিয়ে জঙ্গিপুর পৌরসভার ১৮,১৯,২০ নম্বর ওয়ার্ড এবং হাসপাতালে জল নিকাশি ব্যবস্থা খুব দ্রুত সমস্যার সমাধান করতে বলেন চেয়ারম্যান।
এমনকি হাসপাতালে ভেতরে একটি রিজার্ভ ট্যাংক করার কথাও তিনি বলেন। এই কাজ যাতে পড়ে না থাকে তার জন্য তিনি প্রতিদিনই জঙ্গীপুর হাসপাতালে আসবেন বলেও জানান। তিনি কথা দিয়েছেন মহাকুমা হাসপাতালের সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন যতক্ষণ না হবে তিনি তার কথামতো সমস্ত কাজ চালিয়ে যাবেন। এইরকম পৌর পিতাকে পেয়ে জঙ্গিপুরবাসী গর্বিত তার সাথে সাথে তাকে সাধুবাদে জানিয়েছেন। কিন্তু সাধারণ মানুষের দাবী জল নীকাশি বেহাল দশার হাল ফিরলেও জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিশেবার বেহাল দশার এখনো হাল ফেরিনি।