জতুগৃহের স্মৃতি উস্কে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হল একটি দোকান

জতুগৃহের স্মৃতি উস্কে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হল একটি দোকান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ মার্চ ২০২১উত্তর ২৪পরগণা: মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বসিরহাট মহাকুমার বসিরহাট থানার সম্মুখে অবস্থিত অধর মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় দোকানদাররা সেই আগুন দেখে বসিরহাট থানায় জানালে বসিরহাট থানার পুলিশ বসিরহাট মহকুমা দমকল বিভাগের আধিকারিকদের সেই বিষয়ে জানায়।

তারপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দোকানটি সোনার তৈরি জিনিসের ব্যাগ তৈরি করে । প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। হঠাৎ করে এই আগুন দেখে অধর মার্কেট চত্বরে দোকানদার ও ক্রেতাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আশায় তারা খানিকটা স্বস্তিতে তারা। বসিরহাট থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আশেপাশে কোন দোকানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কী কারণে আগুন লাগল, তা নিয়ে তদন্তে বসিরহাট থানার পুলিশ।

আরও পড়ুন…মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুমন্তব্য তমলুকের কোর্টে জামিল পেলেন মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top