নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৬ মার্চ, লকডাউন চলাকালীন দেশের নানান প্রান্তে উঠে এসেছে নানান ছবি।কেউ কেউ সরকারের নির্দেশ মতো নিজেকে পুরোপুরি গৃহবন্দী করেছেন আবার অন্যদিকে অনেকেই বিনা কারণে বাইরে বেরোচ্ছেন।তাদের সচেতন করতে পথে পথে টহল দিচ্ছে পুলিশ।এবার রামপুরহাটের বাজারে টহল দিতে পথে নামলেন রামপুরহাটের মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল।
বাজারে আসতেই দেখতে পেলেন বেশকিছু মানুষের ভিড়।তাদের সকলকে সেখান থেকে সরিয়ে দিলেন ও বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন।সাথে যেসকল দোকানে মানুষের ভিড় জমেছে সেখান থেকে তাদের সরিয়ে দোকান ফাঁকা করলেন।পথচালিত মানুষ থেকে ব্যবসায়ী সকলের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করলেন এদিন।বাজার ঘুরে যেখানে মনে হয়েছে কালোবাজারির সম্ভাবনা রয়েছে সেখানে সেচ্চার হলেন রামপুরহাটের মহকুমা শাসক।যেসকল মানুষ লকডাউন মানছেন না তাঁদের বিরুদ্ধে সরব হয়ে এদিন নাগরিককে সচেতন করার প্রয়াসে সামিল হলেন শ্বেতা আগরওয়াল।