নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২২ মার্চ, জনতা কার্ফুর জেরে গড়িয়া C5 বাসস্ট্যান্ডে বন্ধ বাস৷ যাত্রী না হওযায় কোনও বাসই ছাড়া হচ্ছেনা বলে জানিয়েছেন বাসকর্মীরা৷ করোনার আতঙ্কে কয়েকদিন ধরেই বাসের সংখ্যা অত্যন্ত কম বলে জানিয়েছেন তারা৷ কোনও বাস না চলায় বাধ্য হয়ে অন্য ব্যবস্থা করে কাজে যেতে হচ্ছে জরুরি অবস্থায় কর্মরত কর্মীদের।এমনই এক কর্মরত সিনিয়র নার্স বলেন, তার আইসিইউতে ডিউটি রয়েছে সেই কারণে তাকে যেতেই হবে৷কিন্তু রাস্তায় যানবাহনের অসুবিধার জন্য বাধ্য হয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করেই ডিউটি করতে যাতে হচ্ছে তাঁকে।
ফাঁকা ট্যাক্সি স্ট্যান্ডও৷ অন্যদিন ভোররাত থেকেই যাত্রীরা আসতে শুরু করেন কিন্তু এদিন জনশূন্য ট্যাক্সিস্ট্যান্ড৷ লাইন দিয়ে দাঁড়িয়ে অপেক্ষারত ট্যাক্সিচালকেরা৷জনতা কার্ফুর মিশ্র প্রভাব পড়ল কলকাতার গড়িয়া বাজারে৷ জমজমাট এলাকায় আজ বন্ধ রয়েছে অনেক দোকান৷ কিছু সবজি, ভুষিমাল, মাছ ও মাংসের দোকান খোলা থাকায় সেগুলিতে মোটামুটি ভি়ড়ও হয়েছে৷ যেকটি দোকান খোলা সেই দোকানগুলোতেও ক্রেতার দেখা নেই।গড়িয়া ও নিউগড়িয়া ষ্টেশন কার্যত ফাঁকা৷ ট্রেন চলাচল করলেও তাতে যাত্রী প্রায় নেই বললেই চলে৷জনতা কার্ফুর জেরে আজ জমজমাট শহর কলকাতা হয়ে পড়েছে নির্জন শহর।