জনপ্রিয় অনলাইনে হোটেল বুকিং সংস্থা oyo র প্রতারণার শিকার প্রবীণ দম্পতি

জনপ্রিয় অনলাইনে হোটেল বুকিং সংস্থা oyo র প্রতারণার শিকার প্রবীণ দম্পতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,কলকাতা: বর্তমানে অনলাইন হোটেল রুম বুকি করার একটি জনপ্রিয় সংস্থা oyo। এবার সেই oyo সংস্থার প্রতারণার শিকার হলো এক প্রবীণ দম্পতি । তাদের বয়স যথাক্রমে ৭৫ এবং ৭২ বছর কালিমপং য়ে মা বাবার জন্য অনলাইন হোটেল বুক করেছিল ছেলে। oyo অনলাইন হোটেল বুকিং আপের মাধ্যমে । রীতিমতো হিমশিম খেতে হয় কালিম্পঙে গিয়েও দম্পতিকে। অনলাইন এবং অফলাইন বুকিং করা সত্ত্বেও তিন তিনটি হোটেল থেকে বুকিংএর কনফার্মেশন বার্তা দিলেও সেখানে হোটেল রুম মেলেনি ওই প্রবীণ দম্পতির। প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টির তাদের হোটেল রুমের জন্য অপেক্ষা করতে হয়। oyo সংস্থার প্রতারণার জন্য ছেলের পাশে এসে দাঁড়ায় হিউম্যান রাইটসের একটি সংস্থা । তারপর সকলে মিলে oyo এর কলকাতায় হেড অফিসে যায়। সেখানে যাওয়া সত্ত্বেও কোনো রকম সুরাহা মেলেনি oyo সংস্থার পক্ষ থেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top