Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Tmc candidate Siliguri is campaigning fancy way increase public relations

জনসংযোগ বাড়াতে অভিনবভাবে প্রচার করছেন শিলিগুড়ির এই তৃণমূল প্রার্থী

জনসংযোগ বাড়াতে অভিনবভাবে প্রচার করছেন শিলিগুড়ির এই তৃণমূল প্রার্থী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জনসংযোগ

জনসংযোগ বাড়াতে অভিনব ভাবে প্রচার করছেন শিলিগুড়ির এই তৃণমূল প্রার্থী।  কোভিড পরিস্থিতিতে নিজের ওয়ার্ডে জনসংযোগ বাড়াতে এক অভিনব ভাবে প্রচার করছেন শিলিগুড়ি পুরনিগমের ২২নম্বার ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ধীমান বোস। সেইসঙ্গে কর্মীদের সঙ্গে কর্মীদের সঙ্গে নিয়ে নিজেই বাড়ি বাড়ি ভোটার স্লিপ পৌছে দেওয়ার কাজ করছেন খোদ প্রার্থী। তাতে বিরোধীরা কটাক্ষ করলেও, এবারের নির্বাচনে জেতার বিষয়ে ভীষনই আশাবাদি ধীমান বাবু!

 

গত ২২জানুয়ারী রাজ্যের চারটি পুরনিগমের একসঙ্গে পুরনির্বাচন হওয়ার কথা ছিল শিলিগুড়ি পুরনিগমেরও! কিন্তু সম্প্রতি হঠাৎই কোভিড ১৯-এর বারবড়ন্তে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সেই নির্বাচনকে রাজ্য সরকারের সন্মতিক্রমে পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে পুরনির্বাচনের নতুন নির্ঘন্ট হিসেবে আগামী ১২ফেব্রয়ারী ওই চারটি পুরনিগমের নির্বাচন সম্পন্ন হতে চলেছে।

 

এই কোভিডের বারবাড়ন্তের দরুন প্রতিটি দলের মনোননিত প্রার্থীদেরও প্রচারে খানিকটা বাধ সেধেছে করোনা। ইতিমধ্যেই শিবলিগুড়ি পুরনিগমের বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন। ফলে, ভোট নিয়ে একটা করোনা আর রাজ্যসরকারের মধ্যে টানাপোরেন চলেই চলেছে। তারই মাঝে কেভিড বিধি মেনে প্রার্থীরা তাদের প্রচার ও জনসংযোগ বাড়িয়ে চলেছে শিলিগুড়িতে।

 

সেরকমই শিলিগুড়ি পুর নিগমের ২২নম্বার ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনিত প্রার্থী ধিমান বোস তার পুর অঞ্চলে এক অভিনব কায়দায় জনসংযোগ ও প্রাচরে নামলেন। তিনি প্রায় নিত্য দিনই অল্প কয়েকজন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোদ নিজেই ভোটার স্লিপ পৌছে দিচ্ছেন। ভোটার স্লিপের পাশাপাশি নিজের প্রচারের জন্য তৈরি করা একটি কাগজের ফোল্ডার ও তাতে ভোটার প্রতি মাস্ক ও স্যানিটাইজার বিলি করছেন। প্রতিটি বাড়িতে ভোটার সংখ্যা অনুযায়ী মাস্ক ও সেইসঙ্গে ব্রান্ড কম্পানীর স্যানিটাইজার তুলে দিচ্ছেন ভোটারদের হাতে।

 

আর ও পড়ুন    সিঙ্গুরে টাটা ন্যানো কারখানার জায়গায় হতে চলেছে শেষমেশ মাছের ভেড়ি

 

এবিষয়ে ধিমান বাবুর বক্তব্য, জনপ্রতিনিধি হওয়ার আগে আমি একজন সচেতন নাগরিক। তাই জনহিতে কোভিড সংক্রান্ত বিধিনবষেধ ও তার জন্য রক্ষা পেতে মানুষের পাশে থাকতে এই স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছি। আমার ওয়ার্ডে আমি আগে এখানাকার একজন সাধারণ নাগরিক। তারপরে ওয়ার্ডের প্রার্থী, জনপ্রতিনিধি। তাই সবার আগে আমার কর্তব্য, আমার ওয়ার্ড বা আমার শহরের মানুষের সুরক্ষা, নিরাপত্তা ও সুস্থতা।

 

উল্লেখ্য, জনসংযোগ বাড়াতে অভিনব ভাবে প্রচার করছেন শিলিগুড়ির এই তৃণমূল প্রার্থী।  কোভিড পরিস্থিতিতে নিজের ওয়ার্ডে জনসংযোগ বাড়াতে এক অভিনব ভাবে প্রচার করছেন শিলিগুড়ি পুরনিগমের ২২নম্বার ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ধীমান বোস। সেইসঙ্গে কর্মীদের সঙ্গে কর্মীদের সঙ্গে নিয়ে নিজেই বাড়ি বাড়ি ভোটার স্লিপ পৌছে দেওয়ার কাজ করছেন খোদ প্রার্থী। তাতে বিরোধীরা কটাক্ষ করলেও, এবারের নির্বাচনে জেতার বিষয়ে ভীষনই আশাবাদি ধীমান বাবু! গত ২২জানুয়ারী রাজ্যের চারটি পুরনিগমের একসঙ্গে পুরনির্বাচন হওয়ার কথা ছিল শিলিগুড়ি পুরনিগমেরও!

 

কিন্তু সম্প্রতি হঠাৎই কোভিড ১৯-এর বারবড়ন্তে কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সেই নির্বাচনকে রাজ্য সরকারের সন্মতিক্রমে পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে পুরনির্বাচনের নতুন নির্ঘন্ট হিসেবে আগামী ১২ফেব্রয়ারী ওই চারটি পুরনিগমের নির্বাচন সম্পন্ন হতে চলেছে। এই কোভিডের বারবাড়ন্তের দরুন প্রতিটি দলের মনোননিত প্রার্থীদেরও প্রচারে খানিকটা বাধ সেধেছে করোনা। ইতিমধ্যেই শিবলিগুড়ি পুরনিগমের বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন। ফলে, ভোট নিয়ে একটা করোনা আর রাজ্যসরকারের মধ্যে টানাপোরেন চলেই চলেছে। তারই মাঝে কেভিড বিধি মেনে প্রার্থীরা তাদের প্রচার ও জনসংযোগ বাড়িয়ে চলেছে শিলিগুড়িতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top