তৃনমূল কংগ্রেসের জনসভা রামপুরে

তৃনমূল কংগ্রেসের জনসভা রামপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তৃনমূল কংগ্রেসের জনসভা রামপুরে। আলিপুরদুয়ার সোনার দোকানে চুরি কান্ডে গ্রেফতার ও পদত্যাগের দাবীতে সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের তরফ থেকে রবিবার বিকেলে তুফানগঞ্জ 2 নং ব্লকের রামপুর বাজাড়ে জনসভা অনুষ্ঠিত হলো।

 

উপস্থিত ছিলেন তুফানগঞ্জ 2 নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতি বর্মন বড়ুয়া, তুফানগঞ্জ 2 নং ব্লক তৃনমূল কংগ্রেস সহ সভাপতি নিরঞ্জন সরকার, কোচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, তুফানগঞ্জ 2 নং ব্লক যুব তৃনমূল কংগ্রেস সভাপতি মানিক বর্মন সহ আরো অনেকে এই জনসভাথেকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে মোট ২৫০পরিবার তৃনমূল কংগ্রেস যোগদান করেন বলে যানান তুফানগঞ্জ 2 নং ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতি বর্মন বড়ুয়া।

আরও পড়ুন – পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা

চৈতি বর্মন বড়ুয়া তার বক্তব্য তুলে ধরেন যে নীশিথ প্রামাণিক একজন চোর তিনি আলিপুরদুয়ার সোনার দোকানে চুরি করেছেন তাই আলিপুরদুয়ার আদালত তার নামে গ্রেফতারি পড়োয়ানা জারি করেছে। বিজেপি তুফানগঞ্জ ৯ নং বিধানসভার সংজোযগ বিমল পাল বলেন যে যারা আজ তৃনমূলে যোগদান করেছে কারন তাদের উপর সন্ত্রাস করে ভয় দেখিয়ে তাদের যোগদান করতে বাধ্য করেছে।পরে আবার তারা বিজেপিতেই চলে আসবে।

 

আর তৃণমূল থেকে দাবি করেছে যে আড়াইশো পরিবার তাদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। কিন্তু বিজেপির তুফানগঞ্জ ৯ নং বিধানসভার সংযোজক বিমল পাল বলেন তৃণমূল গুনতে পারে না তাদের এতজন কর্মী বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেননি তিনি আরো বলেন আগামী পঞ্চায়েত ইলেকশনে তুফানগঞ্জ 2 নং ব্লকের ১১ টা অঞ্চলে ১১ অঞ্চলে জিতবো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top