বিনোদন – ঋতাভরী চক্রবর্তীর নতুন রেট্রো লুক ঝড় তুলল নেটপাড়ায়। লাল রঙের টিউব ড্রেসে বোল্ড ফটোশ্যুটে অনুরাগীদের মাত করলেন অভিনেত্রী। গলায় মুক্তোর মালা, খোলা চুলে লাল হেয়ার ব্যান্ড, লাল লিপস্টিক—সব মিলিয়ে ছবি যেন ‘ঋতাভরী রেট্রো রেড’। এমনই হ্যাশট্যাগে পোস্ট করলেন অভিনেত্রী।
ওজন কিছুটা বেড়েছে বটে, কিন্তু গ্ল্যামার কমেনি একফোঁটাও। ‘ওগো বধূ সুন্দরী’ থেকে ‘ফাটাফাটি’, ‘বহুরূপী’—সাফল্যের ধারায় বাংলা ও হিন্দি দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই জায়গা করে নিয়েছেন তিনি। সাহসী অবতারে ক্রমে নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে তুলে ধরেছেন ঋতাভরী।
সম্প্রতি প্রেমিক সুমিত অরোরার সঙ্গে প্যারিসে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁদের বাগদান পর্ব সারা হয়েছে। চলতি বছরের শেষে ডেস্টিনেশন ওয়েডিংয়ের সম্ভাবনা। ‘শতাব্দী রায়ের সঙ্গে’ ছবিতে তাঁর অভিনয়ও সমালোচিত মহলে প্রশংসিত হয়েছে।
নেটিজেনদের অনেকে তাঁকে ‘লাল পরী’ ও ‘বার্বি ডল’ বলেও সম্বোধন করছেন। ঋতাভরীর এই সাহসী ও স্বতঃস্ফূর্ত রূপ আবারও প্রমাণ করল—ওজন নয়, আত্মবিশ্বাসেই আসল সৌন্দর্য।
