বিনোদন – ২৫ মে জন্মদিনে জমজমাট সেলিব্রেশনে মেতেছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। একদিকে ‘মিঠাই’-এর উচ্ছেবাবু, অন্যদিকে এখন ‘মিত্তির বাড়ি’-র নাতিবাবু ধ্রুব—দুই চরিত্রেই দর্শকদের মন জয় করা আদৃতের জন্মদিন ঘিরে ছিল টলিপাড়ায় উচ্ছ্বাসের ছোঁয়া।
শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুগামী, ফ্যান ক্লাব থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মীরা। সেই সঙ্গে বিশেষ এই দিনে আয়োজিত হয় এক ঘরোয়া কিন্তু দমদার বার্থডে পার্টি। সেখানে উপস্থিত ছিলেন ‘মিঠাই’ এবং ‘মিত্তির বাড়ি’-র একাধিক তারকা মুখ—তন্বী লাহা রায়, ধ্রুবজ্যোতি সরকার, ওমকার ভট্টাচার্য, অর্কজা আচার্য, সোমা বন্দ্যোপাধ্যায়, সোনালী চৌধুরী, ফাহিম মির্জা, স্বাগতা বসু প্রমুখ।
তবে চর্চার কেন্দ্রে ছিল অন্য এক প্রশ্ন—এই পার্টিতে কি হাজির ছিলেন সৌমিতৃষা কুন্ডু? বহু দর্শকের প্রিয় ‘মিঠাই’ তথা সৌমিতৃষাকে এবারের অনুষ্ঠানে দেখা যায়নি। ঠিক তেমনই অনুপস্থিত ছিলেন ‘মিত্তির বাড়ি’-র ‘জোনাকি’ পারিজাত চৌধুরীও। ফলে জল্পনা আরও বেড়েছে অনুরাগীদের মধ্যে।
অন্যদিকে, বিয়ের পর স্বামীর দ্বিতীয় জন্মদিন বিশেষ হয়ে উঠেছে কৌশাম্বী চক্রবর্তীর কাছেও। ভালোবাসায় ভরা দুটি আদুরে ছবি শেয়ার করে আদৃত-পত্নী লিখেছেন, “বরের জন্মদিন…”—ছবির উষ্ণতায় মাখা পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
