জন্মদিনে রক্তদান চারা গাছ বিলি সাগরদিঘীতে

জন্মদিনে রক্তদান চারা গাছ বিলি সাগরদিঘীতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জন্মদিনে রক্তদান চারা গাছ বিলি সাগরদিঘীতে। সাগরদিঘী বেশ কিছুদিন ধরেই সাগরদিঘী ব্লাড সেন্টারে রক্ত শূন্য হয়ে পড়েছে । কারণ প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থায় জঙ্গিপুর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে তাদের বিভিন্ন রক্তদান শিবির গুলোকে আপাতত স্থগিত রেখেছে। কিন্তু সাধারণ মানুষ যাতে বিপদগ্রস্ত না হয় বা সংকট ময় পরিস্থিতির সম্মুখীন না হয় সেই দিকটা লক্ষ্য রেখে প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থায় লাইফ ডোনার দিয়ে সাধারণ মানুষের কাজ করে চলেছে ।

 

তারই এক নজির সাগরদিঘী উইনার ট্রাস্ট। ট্রাস্টের এক সক্রিয় সদস্য বিশ্বজিৎ সাহার শুভ জন্মদিনকে উপলক্ষ করে লাইফ ডোনার হিসেবে সাগরদি সিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগী রাকিবা খাতুন বাড়ি হরহরি ও সারমিনা খাতুন বাড়ি হুকারহাট এর পরিপ্রেক্ষিতে ট্রাস্টের সদস্য বিশ্বজিৎ সাহা ও সাহিল শেখ রক্তদান করেন।

 

ট্রাস্টের পক্ষ থেকে মির্জাজজবুল রক্তদাতাদের উত্তরীয় পরিয়ে ও একটি করে চারা গাছ দিয়ে সংবর্ধনা জানায়। পাশাপাশি সঞ্জীব দাস বলেন বিশ্বজিৎ এর জন্মদিন কে উপলক্ষ করে আমরা ভেবে রেখেছিলাম আজকের দিনে ব্লাড ব্যাংকে যেসব রোগীদের রক্তের প্রয়োজন পড়বে তাদের লাইফ ডোনার দিয়ে রক্তদান করব এবং তারই পরিপ্রেক্ষিতে রোগীর বাড়ির লোক আমায় জানালে আমরা রক্তদানের মাধ্যমে তা সম্পন্ন করি। তাছাড়া আজ বলে নয় প্রায় প্রতি দিনই আমরা এই ভাবেই রক্তদান করে চলেছি।

আরও পড়ুন – অর্থের অভাবে থমকে গিয়েছে চিকিৎসা! মৃত্যুর মুখে দাঁড়িয়ে ৩মাসের এক শিশু কন্যা

উল্লেখ্য, সাগরদিঘী বেশ কিছুদিন ধরেই সাগরদিঘী ব্লাড সেন্টারে রক্ত শূন্য হয়ে পড়েছে । কারণ প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থায় জঙ্গিপুর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে তাদের বিভিন্ন রক্তদান শিবির গুলোকে আপাতত স্থগিত রেখেছে। কিন্তু সাধারণ মানুষ যাতে বিপদগ্রস্ত না হয় বা সংকট ময় পরিস্থিতির সম্মুখীন না হয় সেই দিকটা লক্ষ্য রেখে প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থায় লাইফ ডোনার দিয়ে সাধারণ মানুষের কাজ করে চলেছে ।
তারই এক নজির সাগরদিঘী উইনার ট্রাস্ট।

 

ট্রাস্টের এক সক্রিয় সদস্য বিশ্বজিৎ সাহার শুভ জন্মদিনকে উপলক্ষ করে লাইফ ডোনার হিসেবে সাগরদি সিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগী রাকিবা খাতুন বাড়ি হরহরি ও সারমিনা খাতুন বাড়ি হুকারহাট এর পরিপ্রেক্ষিতে ট্রাস্টের সদস্য বিশ্বজিৎ সাহা ও সাহিল শেখ রক্তদান করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top