কীভাবে জন্মদিন কাটালেন পরীমণি, জানুন বিস্তারিত

কীভাবে জন্মদিন কাটালেন পরীমণি, জানুন বিস্তারিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জন্মদিন

কীভাবে জন্মদিন কাটালেন পরীমণি, জানুন বিস্তারিত। বাংলাদেশের নায়িকা পরীমণিকে নিয়ে বিতর্কের শেষ নেই। সাম্প্রতিক সময়ে ঢাকা বোট ক্লাব কাণ্ড থেকে শুরু করে তাঁর বাড়ি থেকে মাদক উদ্ধার ও মাদক কাণ্ডে তাঁর জেল হেফাজত ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। জামিন পেয়ে জেলের বাইরে আসার পরই তিনি জানিয়ে দেন, তাঁকে দমিয়ে রাখা সহজ নয়। খুব তাড়াতাড়িই পুরনো ছন্দে ফিরে এসেছেন পরীমণি। শুরু করেছেন ছবির শুটিং। রবিবার তাঁর ২৯তম জন্মদিন। একটা সময় ছিল যখন চলচ্চিত্র তারকাদের ছবি, সিনেমার দৃশ্য দিয়ে ভিউ কার্ড প্রকাশ হতো। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে না পারায় হারিয়ে গেছে ভিউ কার্ড প্রকাশের সংস্কৃতি।

 

ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন পরীমনি। অভিজ্ঞরা বলে থাকেন, পরীর আগে বাংলাদেশে কোনো চলচ্চিত্র তারকাকে এভাবে ধারাবাহিকভাবে জাকজমকভাবে জন্মদিনের অনুষ্ঠান করতে দেখা যায়নি। প্রতিবছরই জন্মদিনের অনুষ্ঠানে পরী তার অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। এবারের আয়োজনেও ভিন্নতা থাকছে বলে জানা গেছে। গেল বছর পরীমনি জন্মদিনে ড্রেস কোড ছিল সবুজ রঙের। এর আগের বছর ছিল ছেলেদের জন্য ছিল সাদা আর মেয়েদের বেগুনি রঙের। পরীমনি এবার জন্মদিনে ড্রেস কোডের রং নির্ধারণ করেছেন লাল এবং সাদা।

 

অনেকেই ভেবেছিলেন কারামুক্তির পর পরীমণির যাপিত জীবনে পরিবর্তন আসবে। জন্মদিনের আয়োজনেও পড়বে সেই প্রভাব। কিন্তু পরীমণি তাঁর ব্যক্তিগত জীবনকে আগের মতোই স্বাভাবিক রেখেছেন। এবারের জন্মদিনও বিগত বছরের মতো আয়োজন করেই উদ্‌যাপন করবেন তিনি। তবে জন্মদিনের সকালটা একটি অনাথ আশ্রমে কাটালেন নায়িকা। কেক কেটে সেলিব্রেট করলেন জন্মদিন। এছাড়াও ঐ আশ্রমের বাচ্চাদের জন্য বিশেষ উপহারও নিয়ে গিয়েছিলেন পরীমণি।

 

জন্মদিনের প্রথম প্রহর

সন্ধ্যার পর জাঁকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে কাটে পরীর। সকালটায় সময় দেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে, তাদের সঙ্গে কাটেন কেক, বিতরণ করেন উপহারসামগ্রী। আজকের দিনটিও একইভাবে কাটাবেন বলে জানিয়েছেন পরী।

 

শুটিং থেকে ছুটি

পরীমণি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং করছেন। জন্মদিন উপলক্ষে শুটিং থেকে এক দিনের ছুটি নিয়েছেন তিনি। জন্মদিনের আয়োজন শেষ করে কালই ফিরবেন শুটিংয়ে।

 

 

পরীমণি ভিন্ন ইঙ্গিত দিয়েছেন একটি গল্প বলে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন: ‘এক লোক একটা আস্ত গরু গ্রিল করে তাঁর মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল, আমাদের বাসায় আগুন লেগেছে—কে কোথায় আছো, আমাদের সাহায্য করো। কিছুসংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন। বাকিরা এমন ভাব করলেন, যেন তাঁরা শুনতেই পাননি!

 

যাঁরা সাহায্যের জন্য এলেন, তাঁরা পেটপুরে মজাদার সেই খাবার খেলেন।’ পরী গল্পে আরও লেখেন: ‘বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন: আমাদের শুভাকাঙ্ক্ষীরা কোথায়?’ মেয়েটি বলল, যাঁরা এসেছেন তাঁরাই আমাদের শুভাকাঙ্ক্ষী! তাঁরা খাবার খেতে আসেননি। এসেছেন আগুন নেভাতে। এঁরাই আমাদের আপনজন।’ গল্প শেষে পরীমণি লেখেন: ‘যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না।’ লাষ্টে লিখেছেন ‘২৪ অক্টোবর ফ্যাক্ট’।

 

আর ও পড়ুন    বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জে সিপিএম বিজেপিতে বড় ভাঙ্গন

 

উল্লেখ্য, ছোটবেলাতেই নিজের বাবা-মাকে হারিয়েছেন পরীমণি। তাঁকে বড় করেছেন তাঁর নানা। সিনেমাজগতে তাঁর কোনও পূর্ববর্তী যোগাযোগ না থাকায় নিজের প্রতিভা আর সৌন্দর্যের জোরেই খুব তাড়তাড়ি দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ঢালিউডে সাহসী নায়িকা হিসাবেই পরিচিত পরীমণি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top