নিজস্ব সংবাদদাতা,মালদা,২৩ শে আগস্ট : জন্মাষ্টমীর মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য মেলবন্ধন, মুছে গেল রাজনৈতিক ভেদাভেদ। জন্মাষ্টমীর রেলিতে ভক্তদের জল চকলেট দিলেন ইসলাম ধর্মালম্বী মানুষেরা। রাজনীতি ভুলে মিছিলে পা মিলানো বিজেপি সাংসদ কংগ্রেস বিধায়ক ও তৃণমূল নেতারা। পুরাতন মালদার বাচামারি এলাকা থেকে শহর পরিক্রমা করে ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকার চৌরঙ্গী মোড় এলাকায় পর্যন্ত মিছিল আসে।রাজনৈতিক নেতা-নেত্রীরা ছাড়াও এই মিছিলে পা মেলান প্রচুর ধর্মালম্বী মানুষেরা।
পথে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জল চকলেট সহ মিষ্টিমুখ করান এই মিছিলে পা মিলালেন ভক্তদের। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কাত্তিক ঘোষ কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাফিকুল ইসলাম বলেন, এদেশে হিন্দু-মুসলিম পাশাপাশি বসবাস করে। আমরা সেটাই চাই।সাংসদ খগেন মুর্মু বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সম্প্রীতির প্রতীক। তিনি চেয়েছিলেন সর্বস্তরের মানুষ সমানভাবে বসবাস করুক। কংগ্রেস বিধায়ক অর্জুন হালদার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই মিছিলে আমরাও মিলিয়েছি। এদিন মিছিলে পা মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন