নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৪ শে আগস্ট :জন্মাষ্টমী উপলক্ষে রাজবংশী সম্পদায়ের মানুষেরা মেতে ওঠে কাদা খেলায়।কথিত আছে ভগবান শ্রী কৃষ্ণ নন্দে আর্বিভাবের পর নন্দবাসীরা আনন্দে মেতে উঠেছিল সেই আনন্দের একটি অঙ্গ হল কাদা খেলা।যা আজও জন্মাষ্টমীর দিন পালন করে আসছে রাজবংশী সম্প্রদায়।
শিলিগুড়ির বাইপাশ,ছোটফাপড়ি,হাতিয়াডাঙ্গা, পথুরামজোত সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত রাজবংশীরা রয়েছে তারা এই খেলার আয়োজন করে।কাদা খেলায় আগের মত জৌলুশ না থাকলেও নিয়ম রক্ষার্থে আয়োজক সংস্থা আয়োজন করছে।প্রতিযোগিতার মধ্যেদিয়ে জৌলুস ফিরিয়ে আনার চেষ্টাও করছে তারা।ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যেও খেলায় থাকছে নানা ধরনের প্রতিযোগিতা।