বিহার – বিহারের পাটনায় ফের রক্তাক্ত রাজনৈতিক হিংসা। বিধানসভা ভোটের মুখে দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে গিয়ে গুলিতে খুন হন জন সুরাজ পার্টির এক কর্মী, দুলারচাঁদ যাদব। ঘটনাটি ঘটেছে মোকামা বিধানসভার তাল এলাকায়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেডিইউ প্রার্থী অনন্ত সিং-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নাটকীয় অভিযানে তাঁকে আটক করা হয়।
পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা জানিয়েছেন, “ঘটনাটি ঘটেছে প্রার্থী অনন্ত সিংয়ের উপস্থিতিতেই। প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে সেই তথ্য মিলেছে।” অভিযানে নেতৃত্ব দেন তিনিই। অনন্ত সিংয়ের সঙ্গে গ্রেফতার হয়েছে তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী মণিকান্ত ঠাকুর ও রঞ্জিত রাম। তিনজনকেই পাটনায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনার পর নির্বাচন কমিশনও রিপোর্ট তলব করেছে। কমিশনের মতে, এটি শুধু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়, বরং গুরুতর অপরাধ।
উল্লেখযোগ্যভাবে, জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বৃহস্পতিবারই টুইট করে জেডিইউ-কে দায়ী করেছিলেন। এরপরই দায়ের হয় এফআইআর।
দলের মোকামা প্রার্থী পীযূষ প্রিয়দর্শী বলেন, “গ্রেপ্তারি সঠিক পদক্ষেপ, কিন্তু অনেক দেরিতে এল। FIR হওয়ার পরই অনন্ত সিংকে আটক করা উচিত ছিল। এখন দেখা যাক তদন্ত কতটা নিরপেক্ষ হয়।”
আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোট। তার আগেই এই রক্তাক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। বিরোধীরা অভিযোগ তুলেছে, জেডিইউ-র ছত্রছায়ায় চলছে “সন্ত্রাসের রাজনীতি।” তবে শাসকদলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




















