জমিতে জলের নালা কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে কাকা-ভাইপোকে কোদাল দিয়ে পেটানোর অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে মেমারি থানা এলাকায়। ধৃতের নাম ফিরোজ মুর্মু ওরফে লালা। মেমারি থানার ছোটমশাগড়িয়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, সোমবার সকালে ছোটমশাগড়িয়ার বাসিন্দা মফিজুল হক শেখ জমিতে জল দেওয়ার জন্য নালা কাটছিলেন। সেই সময় পাশের জমির মালিক ফিরোজ তাতে বাধা দেয়। এনিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদ শুরু হয়।
তা চলাকালীন আচমকা কোদাল দিয়ে মফিজুলকে এলোপাথারি মারধর করে ফিরোজ। বুকে কোদালের ঘা লাগলে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মফিজুল। তা দেখতে পেয়ে তাঁর কাকা রহমত আলি ভাইপোকে বাঁচাতে আসেন। তাঁকেও কোদাল দিয়ে পেটায় ফিরোজ। আশপাশের জমিতে কাজ করা লোকজন দু’জনকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর রহমতকে ছেড়ে দেওয়া হয়। মফিজুলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার কথা জানিয়ে রহমত থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে রসুলপুর বাজার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১০ জুন ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম।
আরও পড়ুন – বাংলার অগ্নিকন্যা এখন অভিশাপে পরিণত হয়েছে,’ মন্তব্য বিমান ঘোষের
উল্লেখ্য, জমিতে জলের নালা কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে কাকা-ভাইপোকে কোদাল দিয়ে পেটানোর অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে মেমারি থানা এলাকায়। ধৃতের নাম ফিরোজ মুর্মু ওরফে লালা। মেমারি থানার ছোটমশাগড়িয়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, সোমবার সকালে ছোটমশাগড়িয়ার বাসিন্দা মফিজুল হক শেখ জমিতে জল দেওয়ার জন্য নালা কাটছিলেন। সেই সময় পাশের জমির মালিক ফিরোজ তাতে বাধা দেয়। এনিয়ে দু’জনের মধ্যে বাদানুবাদ শুরু হয়। তা চলাকালীন আচমকা কোদাল দিয়ে মফিজুলকে এলোপাথারি মারধর করে ফিরোজ।
বুকে কোদালের ঘা লাগলে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মফিজুল। তা দেখতে পেয়ে তাঁর কাকা রহমত আলি ভাইপোকে বাঁচাতে আসেন। তাঁকেও কোদাল দিয়ে পেটায় ফিরোজ। আশপাশের জমিতে কাজ করা লোকজন দু’জনকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর রহমতকে ছেড়ে দেওয়া হয়। মফিজুলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনার কথা জানিয়ে রহমত থানায় অভিযোগ দায়ের করেন।