জমি দখলের প্রতিবাদ করে জমি মাফিয়াদের হাতেই আক্রান্ত হলেন দুই ভাই৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বামনগ্রাম অঞ্চলের পাহাড়পুর গ্রামে৷ আহতরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷
জানা গিয়েছে, আক্রান্তরা হলেন শেখ আজিজুল (৪২) ও শেখ রাজুল (৩৯)৷ পাহাড়পুর গ্রামে শেখ আজিজুলের ২ কাঠা জমি রয়েছে৷ সেই জমির কাগজ তাঁরই নামে৷ অভিযোগ, দীর্ঘদিন থেকে সেই জমিটি দখল করতে চায় এলাকার কিছু জমি মাফিয়ারা। গতকাল রাতে শেখ আসিফ, শেখ ইসরাফুল, শেখ হালিম সহ আরও কয়েকজন জমি মাফিয়া আজিজুলের জমিটি দখল করার চেষ্টা করে৷ তাদের বাধা দেন আজিজুল৷ এনিয়ে শুরু হয় বচসা৷ সেই বচসা চরম আকার নিলে সংঘর্ষের আকার নেয়৷ জমি মাফিয়া আসিফরা ধারালো অস্ত্র নিয়ে আজিজুলের উপর চরাও হয়ে খুনের চেষ্টা করে৷ দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শেখ রাজুলও৷ দুজনেরই মাথা ধারালো অস্ত্রের কোপ পড়ে৷ ঘটনার গোলমালে গ্রামের মানুষজন ছুটে এলে পালিয়ে যায় জমি মাফিয়া আসিফ ও তার দলবল। স্থানীয় গ্রামবাসীরা আহত দুই ভাইকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়৷ এখনও তাঁরা সেখানে ভরতি রয়েছেন৷ আহতদের পরিবারের পক্ষ থেকে তাঁরা কালিয়াচক থানায় জমি মাফিয়া আসিফ সহ মোট ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জমি দখলের প্রতিবাদ করে জমি মাফিয়াদের হাতেই আক্রান্ত হলেন দুই ভাই
জমি দখলের প্রতিবাদ করে জমি মাফিয়াদের হাতেই আক্রান্ত হলেন দুই ভাই
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram