নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১২ ই আগস্ট :জমি নিয়ে বিবাদের জেরে খুড়তুতো ভাইদের হাতে খুন হলেন বছর পয়সট্টির এক ব্যাক্তি। নিহতের নাম বনমালী হালদার। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার জীবন তলা থানার অন্তর্গত হোমরা পলতা গ্রামে। শ্বাসরোধ করে খুন করে
দেহ ঝুলিয়ে দিয়ে বনমালী বাবুর যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। রাতেই ঘটনার খবর পেয়ে জীবন তলা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয় নি এখনও।