জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত চার

জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত চার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাসন্তী, ১৮ই জুন :জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত চার
জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হলেন চারজন। আহতরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার পানিখালি তে। ঘটনার পর আহতদের বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। এ বিষয়ে সোমবার রাতেই বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।

জমির ভাগ নিয়ে ছোট ভাইদের সাথে বেশ কিছুদিন ধরে গন্ডগোল চলছিল আজিজুল লস্কর ও তার পরিবারের। অভিযোগ খুড়তুতো ভাই হাবিবুল্লা লস্কর, শফিক লস্কর, ফেরদৌস লস্কররা জোর করে আজিজুল লস্কর জমি দখলের চেষ্টা করছিল। সোমবার সকালে নিজেদের একটি ভাঙা ঘর মেরামত করতে গেলে আজিজুল লস্কর ও তার পরিবারের লোকদের মারধর করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় বাসন্তী থানা এবং খুব দ্রুত ভাইদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত পরিবার। বাসন্তী থানায় অভিযোগ করে সোমবার রাতে বাড়ি ফিরতেই অভিযুক্তরা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ মারধরের পাশাপাশি গায়েনের দোকান লুটপাট করার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। জমি বিবাদের পাশাপাশি আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মী বলে তাদের উপর তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে রাতেই বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top