জমি বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপে আহত 5। জমি নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের কোপে আহত হলেন পাঁচজন। ধূপগুড়ি ব্লকের গাদং দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শালবাড়ি এলাকার ঘটনা। অভিযোগ পূর্ব শালবাড়ি গ্রামের বাসিন্দা শিরোমণি সরকারের বাড়ির দুই বিঘা জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের সমস্যা প্রতিবেশীর সাথে। বুধবার দুপুর বেলা সেই সীমানা নিয়ে ফের প্রতিবেশীর সঙ্গে বিবাদ শুরু হয়। প্রথমে তর্কাতর্কি শুরু হলেও পরে মারপিটে জড়িয়ে পরেন দু’পক্ষই।
নারায়ন সরকার এবং প্রসেনজিৎ সরকার সহ অন্যান্যরা দা-কুড়াল এবং বাশের লাঠি নিয়ে শিরোমণি দের বাড়ির উঠোনে এসে ঝাঁপিয়ে পড়ে। ধারালো দা’এর কোপে মাথা ফেটে রক্তাক্ত হন শিপ্রা সরকার (৪০), শিরোমণি সরকার (৫০), দা’এর কোপে হাত কেটে যায় মেয়ে শ্বেতা সরকার (১৮) এর। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তারা আহতরা।
আরও পড়ুন – পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু প্রকাশিত হলো আসন সংরক্ষণের খসড়া
অন্যদিকে সংঘর্ষে আহত হন নারায়ন সরকার এবং তার পুত্র প্রসেনজিৎ সরকার। তাদেরকেও গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা নিয়ে আসেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে , বর্তমানে তারাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নারায়ণ সরকার তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এমনকি গোটা ঘটনা অস্বীকার করেন তিনি। আহত নারায়ণ সরকার অভিযোগ করেন, শিরোমণি সরকার তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন, তিনি প্রতিবাদ করতে গেলে তাদের ওপর চড়াও হয়েছেন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় ধূপগুড়ি থানার পুলিশবাহিনী। হাসপাতালে গিয়ে আহত দের খোঁজ খবর নেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমি বিবাদের