জমি বিবাদে রক্তাক্ত পরিণতি, ক্যানিংয়ে ভাইয়ের হাতে খুন দাদা

জমি বিবাদে রক্তাক্ত পরিণতি, ক্যানিংয়ে ভাইয়ের হাতে খুন দাদা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিন 24 পরগণা – দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত দিঘিরপার গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় জমি সংক্রান্ত পারিবারিক বিবাদ গড়াল রক্তাক্ত পরিণতিতে। মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন শাজাহান সর্দার (৭৫)। এই ঘটনার অভিযোগ উঠেছে তাঁরই ভাই আমির আলি সর্দার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় জমি নিয়ে বিবাদের মীমাংসা করতে স্থানীয় মাতব্বর ও পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে একটি শালিসি সভা বসে। সভায় দুই পক্ষের উপস্থিতি থাকলেও কোনও মীমাংসা হয়নি। উভয় পক্ষই ক্ষুব্ধ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যায়।রাত নামতেই শাজাহান সর্দারের বাড়ির সামনে আচমকাই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শাজাহানকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও আহত হন বলে জানা গেছে।



ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। অভিযুক্তরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাঁদের খোঁজে অভিযান চলছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত আমির আলির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিরোধ চলছিল দুই ভাইয়ের মধ্যে। তবে পরিস্থিতি এভাবে ভয়াবহ আকার নেবে, তা কেউ ভাবেননি।পুলিশ জানিয়েছে, খুনের পেছনে জমি সংক্রান্ত পুরনো বিরোধই প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top