দত্তপুকুর থানা এলাকার জমি ব্যবসায়ী মনমথ মণ্ডলের খুনের ঘটনায় বারাসত থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই, শনিবার দত্তপুকুর থানা ২জন কে নিয়ে গেল। এইদিন বারাসত থানা দুই আসামি কে দত্তপুকুর থানার পুলিশ নিয়ে গেলো বারাসত আদালতে। দত্তপুকুর থানার কাশিমপুর এলাকার জমি ব্যবসায়ী মনমথ মণ্ডলের খুনের ঘটনায় গ্রেপ্তার আরো দুই, বিশু মজুমদার ও মনোজিৎ দাস নামে দুই অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ ।
প্রসঙ্গত ২৭ জুন ভর সন্ধ্যায় দত্তপুকুরে জমি ব্যবসায়ী মনমথ মন্ডলকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় পুলিশ আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল গতকাল রাতে ফের বিশু মজুমদার ও মনোজিৎ দাস নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করল । আজ ধৃত দুজনকে বারাসাত আদালতে তোলা হয় ।
আরও পড়ুন – মিরিখ শীঘ্রই একটি সবুজ শহরে পরিণত হবে
উল্লেখ্য, দত্তপুকুর থানা এলাকার জমি ব্যবসায়ী মনমথ মণ্ডলের খুনের ঘটনায় বারাসত থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই,শনিবার দত্তপুকুর থানা ২জন কে নিয়ে গেল।এইদিন বারাসত থানা দুই আসামি কে দত্তপুকুর থানার পুলিশ নিয়ে গেলো বারাসত আদালতে।দত্তপুকুর থানার কাশিমপুর এলাকার জমি ব্যবসায়ী মনমথ মণ্ডলের খুনের ঘটনায় গ্রেপ্তার আরো দুই, বিশু মজুমদার ও মনোজিৎ দাস নামে দুই অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ ।
প্রসঙ্গত ২৭ জুন ভর সন্ধ্যায় দত্তপুকুরে জমি ব্যবসায়ী মনমথ মন্ডলকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় পুলিশ আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল গতকাল রাতে ফের বিশু মজুমদার ও মনোজিৎ দাস নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করল । আজ ধৃত দুজনকে বারাসাত আদালতে তোলা হয় ।