জমি সংক্রান্ত পুরোনো বিবাদের জেরে আক্রান্ত হলেন বাবা ও ছেলে৷মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বৈষ্ণবপাড়া এলাকায়৷ ছেলের আঘাত খুব একটা গুরুতর না হলেও বাবা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ এই ঘটনায় আক্রান্তদের পক্ষ থেকে বিষয়টি মৌখিকভাবে পুলিশে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷
আক্রান্ত বাবার নাম উত্তম দাস (৫২)৷ তিনি পেশায় রাজমিস্ত্রি৷ বৈষ্ণবপাড়ার দীর্ঘদিনের বাসিন্দা তিনি৷ ঘটনাপ্রসঙ্গে ছেলে প্রবীর জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে পুরোনো বিবাদ ছিল ওই এলাকারই সুব্রত দাস, কিরণ দাসদের সঙ্গে৷ গতকাল সন্ধেয় কাজ সেরে ঘরে ফিরে তাঁর বাবা বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন৷ সেই সময় সুব্রত ও কিরণ তাঁর বাবার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে৷ বচসা চলাকালীনই তারা তাঁর বাবার উপর লাঠি নিয়ে হামলা চালায়৷ বাবাকে বাঁচাতে গেলে তারা তাঁকেও মারধর করে৷ শেষ পর্যন্ত এলাকার লোকজন ছুটে এলে তারা সেখান থেকে চলে যায়৷ তাঁরা সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে মোথাবাড়ি থানায় যান৷ পুলিশকে সব ঘটনা জানান৷ পুলিশের পরামর্শে তাঁরা বাবাকে নিয়ে যান স্থানীয় বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে৷ সেখান থেকে তাঁর বাবাকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়৷ তবে এই ঘটনায় তাঁরা ওই দুজনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন৷
জমি সংক্রান্ত পুরোনো বিবাদের জেরে আক্রান্ত হলেন বাবা ও ছেলে
জমি সংক্রান্ত পুরোনো বিবাদের জেরে আক্রান্ত হলেন বাবা ও ছেলে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram