নিজস্ব সংবাদদাতা, মালদা,১২ ই সেপ্টেম্বর : জমি সংক্রান্ত বিবাদের জেরে জামাইয়ের হাতে খুন হলেন শ্বশুর। বুধবার রাত্রি নটা নাগাদ চাচল থানার মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের দীঘা বসতপুর গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির উঠোনের মধ্যে শ্বাসনালী কেটে খুন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মৃতের পরিবারের সদস্যদের। ঘটনার খবর দেওয়া হয় চাচল থানায় চাচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম রব্বুল হোসেন বাড়ি চাঁচল ১ নম্বর ব্লকের মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের দীঘা বসতপুর গ্রামে। অভিযুক্ত জামাইয়ের নাম মনসুর আলী বাড়ি চাচল থানার হাজাতপুর গ্রামে।
পরিবারের সদস্যদের থেকে জানা যায় যে, এদিন ছিল মহরমের একাদশীর দিন অর্থাৎ বাসি কারবালা। এই বাঁশি কারবালার দিন গ্রামের সকল সদস্যরাই কারবালা ময়দানে লাঠি খেলা অংশগ্রহণ করেন। গ্রামের মাঠে আয়োজন করা হয় একটি মেলা। অভিবাসী কারবালা ময়দানে মৃতের সকল পরিবার গিয়েছিল। রব্বুল হোসেন বয়স্ক জনিত কারণে শারীরিক অসুস্থতার জন্য ওই কারবালা ময়দানে যাননি। অভিযোগ যে বাড়িতে রাব্বুল হোসেন কে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার শ্বাসনালীতে খুন করে চম্পট দেয় তারই জামাই মনসুর আলী। পরিবারের সদস্যরা যখন বাড়ি ফিরে এসে দেখে তখন দেখতে পাই গলা শ্বাসনালী কাটা অবস্থায় বাড়ির উঠোনে পড়ে রয়েছে গৃহকর্তা রবিউল হোসেন। খবর জানাজানি হতেই গোটা গ্রাম ভেঙে পড়ে তার বাড়িতে। খবর দেওয়া হয় চাচোল থানায় চাচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে রাখা হয়। বৃহস্পতিবার মৃতদেহটিকে হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ বিষয়ে চাচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ। পরিবারের অভিযোগ জমি সংক্রান্ত বিবাদের জেরে জামাই খুন করেছে রব্বুল হোসেনকে। অভিযুক্ত পলাতক রয়েছে পুলিশ তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে ।