
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ , ১৩ ই ফেব্রুয়ারি : জমি সংক্রান্ত বিবাদের জেরে দুষ্কৃতি হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চার জন। বুধবার রাতে মুর্শিদাবাদে লালবাগের মতিঝিল এলাকার ঘটনা। আহতরা বর্তমানে চিকিৎসাধীন লালবাগ মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে- এদিন রাতে কাজ সেরে একসাথে বাড়ি ফিরছিলো ওই এলাকার জনা ছয়েক যুবক। অভিযোগ- অপর পক্ষের দুষ্কৃতিরা তাদের ঘিরে ধরে হামলা চালায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে। ঘটনাস্থল থেকে ২ জন পালিয়ে যেতে পারলেও দুষ্কৃতিদের চালানো গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় বাকি চার জন। পরে স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ২ জনকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় আক্রান্তদের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।



















