জম্মু-কাশ্মীরের সকল পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ‘স্নো-কার’

জম্মু-কাশ্মীরের সকল পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ‘স্নো-কার’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২১ জানুয়ারি, স্নো নিয়ে কার না খেলতে ভালো লাগে! শীতকালে তাই ভ্রমণপ্রেমী মানুষেরা শীতপ্রধান দেশে ভ্রমণ করতে বেশি ভালোবাসেন।স্নো নিয়ে আমরা কতকিছুই না বানাই, কিন্তু গাড়ি তা হয়তো আমরা ভাবিনি কোনোদিনও।তবে জুবের আহমেদ নামে এক যুবক এরকমই এক অত্যাশ্চর্য কাণ্ড ঘটিয়ে ফেলেছেন।জানা গিয়েছে, ছোটবেলা থেকেই স্নো দিয়ে নানান জিনিস বানানোয় পারদর্শী ছিল যুবকটি।পেশায় গাড়ির যন্ত্রপাতি, সাজসজ্জার উপকরণ ব্যবসায়ী এই যুবক এবার স্নো দিয়ে তৈরী করলেন একটি বড় গাড়ি।

শ্রীনগরের বাসিন্দা জুবের আহমেদ তাঁর পেশার সঙ্গে তাঁর এই শিল্পটিকেও এগিয়ে নিয়ে যেতে চান।তাঁর স্বপ্ন, যেমন পুরীর বালুশিল্পী সুদর্শন পট্টনায়েককে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ঠিক সেরকম তিনিও পাবেন একদিন।তবে তিনি আরও জানান, ‘‌আমি এমন কিছু বানাতে চাই যা সারা বিশ্ব তাকিয়ে দেখবে। তবে সেজন্য আমার আরও আর্থিক সাহায্য, উপকরণের প্রয়োজন।’‌

জম্মু-কাশ্মীরে শীত উপভোগ করতে আসা সকল পর্যটকদের আকর্ষণ হয়ে উঠেছে এই ‘স্নো গাড়ি’। জুবেরের এই গাড়ি আপাতত বেশ কিছুদিন বহাল তবিয়তে থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ এখন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের তিন ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রিতে রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top