জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে ভারত সরকার। এবার ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন পাক গায়ক আতিফ আসলাম। তাঁর দাবি, কাশ্মিরীদের উপর অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে।
নিজের টুইটার হ্যান্ডেলে আতিফ লিখেছেন, ” সকলের সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চাইছি। ইনশাআল্লাহ, আমি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাত্রার জন্য বের হচ্ছি।
হজযাত্রার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমি আমার ভক্ত, পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাইছি। যদি আমি কারোর ভাবাবেগে আঘাত করে থাকি, তাহলেও ক্ষমা চেয়ে নিতে চাই। পাশাপাশি কাশ্মিরীদের উপর যে অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে তার আমি তীব্র নিন্দা করছি। আল্লাহ নিরাপরাধ কাশ্মীরিদের মঙ্গল করুন।”