জয়দেবের বাউল মেলার ঠিক আগে বাউলের আখড়া বীরভূমের করিধা গ্রামে

জয়দেবের বাউল মেলার ঠিক আগে বাউলের আখড়া বীরভূমের করিধা গ্রামে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২২ ডিসেম্বর, তালপাতা দিয়ে ঘেরা, মাটি ও বাঁশ দিয়ে বানানো ছোট্ট ছোট্ট বাউলের আখড়া। মাটির ওপর আঁকা বিভিন্ন বাউল শিল্পীর ছবি। দেখতে ঠিক সিনেমার শুটিংএর কোন শেডের মত। ভেতরে ঢুকলে আপনার মনে হবে জয়দেব মেলার আগেই যেন পৌছে গেছি জয়দেব মেলায়।অগ্রায়ন মাসে নয়, পৌষ মাসে এখানে হয় নবান্ন উৎসব। আর এই নবান্ন উৎসবকে ঘিরে পাঁচ দিনব্যাপী চলে বাউল গানের আসর।ভোর বেলা থেকে শুরু হয় বাউল গান বাউল গান, চলে রাত বারোটা পর্যন্ত। ভিড় জমান এখানে দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন বাউল প্রেমী পর্যটকেরা ও বাউলেরা।

একদিকে বাউল গান অন্যদিকে মা অন্নপূর্ণার প্রসাদ বিতরণ। প্রসাদ গ্রহণেও অংশগ্রহণ করেন কয়েক হাজার বাউল প্রেমী মানুষ, সঙ্গে অংশ নেন গ্রামের কচিকাঁচারা। বীরভূমের বাউল এর নাম বিশ্বজোড়া, আর এই বাউল গানের টানেই শুধু বীরভূম নয় দেশ-বিদেশের নানা প্রান্তের বাউল প্রেমী মানুষ পঁআচ দিনের জন্য উপস্থিত হয় এই বাউলের আখড়াই। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে এখানে বাউল শুনতে আসে বিভিন্ন মানুষ। আর এই নবান্ন উৎসব ঘিরে তৈরি হওয়া বাউলের আখড়ায় আসার আরো এক কারণ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। উচ্চস্বরে নয়, লাইট এর ঝকমকে আলোতে নয়। কোনরকম সাউন্ড সিস্টেম ও বৈদ্যুতিক আলো ছাড়াই চাঁদের আলোতে খোলা আকাশের নিচে হয় এই বাউল গান।

এক বাউল এর মতে বীরভূমের প্রসিদ্ধ জয়দেব মেলা তো আছেই পাশাপাশি বাউল গানের এই ছোট্ট আসর ও কোন অংশে কম নয়। এখানে এসে খুবই ভালো লাগছে, দীর্ঘ পাঁচ বছর ধরে এখানে আসছি যতদিন বেঁচে থাকব ততোদিন আসবো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top