জয়নগরে দিন দুপুরে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ

জয়নগরে দিন দুপুরে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জয়নগরে

জয়নগরে দিন দুপুরে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ। তিন দিনের মধ্যে ব মালসহ গ্রেফতার এক। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অময়কৃষ্ণ প্রামানিক গত সোমবার সকাল দশটা নাগাদ বাড়িতে তালা ঝুলিয়ে ব্যক্তিগত কাজে শহরে গিয়ে ছিলেন। রাত ন’টা নাগাদ তিনি ফিরে দরজার তালা খুলে দেখেন ভিতর থেকে দরজা দেওয়া আছে। তখনই তার সন্দেহ হয় ,বাড়ির ভিতর বহিরাগত কেউ প্রবেশ করেছে।

 

সাথে সাথে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই অবাক হয়ে যান তিনি। তিন তলা বাড়ির সব ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। আলমারি খোলা, জিনিসপত্র ওলট পালট হয়ে আছে। অময়বাবুর বুঝতে দেরী হলো না যে, তার বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে।

 

সাথে সাথে খবর দেওয়া হয় জয়নগর থানায়। মুহুর্তের মধ্যে জয়নগর থানার আইসি অতনু সাঁতরা সহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। অময় কৃষ্ণ বাবুর বাড়ির সি সি টি ভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে তার বাড়িতে দুই দুষ্কৃতী এসেছিল ,তাদেরকে দ্রুত শনাক্ত করার চেষ্টা করে পুলিশ।

 

আরও পড়ুন    বসিরহাটের ইছামতি পাড়ে শুরু হলো লিটল ম‍্যাগাজিন মেলা

 

সিসিটিভি ফুটেজ দেখে বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ঢোলা হাট এলাকা থেকে সেখ রাকেশ ওরফে বেঁজি নামে ২৫ বছরের এক যুবককে বমাল সহ গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। তাকে জেরা করে দ্বিতীয় ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

ঘটনা ঘটার পর থেকেই এলাকায় বেড়েছে পুলিশের নজরদারি ,ক্রমাগত খোঁজখবর রাখছেন এলাকার নবনির্বাচিত কাউন্সিলর চিনময় দে ।পুলিশি তৎপরতায় এভাবে দ্রুত বমাল সহ মুল আসামী গ্রেফতার হওয়ায় খুশি অবসরপ্রাপ্ত শিক্ষক অময়কৃষ্ণ প্রামানিক।

 

জয়নগরে দিন দুপুরে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ। তিন দিনের মধ্যে ব মালসহ গ্রেফতার এক। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অময়কৃষ্ণ প্রামানিক গত সোমবার সকাল দশটা নাগাদ বাড়িতে তালা ঝুলিয়ে ব্যক্তিগত কাজে শহরে গিয়ে ছিলেন। রাত ন’টা নাগাদ তিনি ফিরে দরজার তালা খুলে দেখেন ভিতর থেকে দরজা দেওয়া আছে। তখনই তার সন্দেহ হয় ,বাড়ির ভিতর বহিরাগত কেউ প্রবেশ করেছে।

 

সাথে সাথে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই অবাক হয়ে যান তিনি। তিন তলা বাড়ির সব ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। আলমারি খোলা, জিনিসপত্র ওলট পালট হয়ে আছে। অময়বাবুর বুঝতে দেরী হলো না যে, তার বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় জয়নগর থানায়। মুহুর্তের মধ্যে জয়নগর থানার আইসি অতনু সাঁতরা সহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। অময় কৃষ্ণ বাবুর বাড়ির সি সি টি ভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে তার বাড়িতে দুই দুষ্কৃতী এসেছিল ,তাদেরকে দ্রুত শনাক্ত করার চেষ্টা করে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top